December 13, 2024

কোলাঘাটে অস্বাভাবিক মৃত্যু এক ব্যাক্তির

0
Img 20190217 Wa0076.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিবেদন, কোলাঘাট : রামতারকে মৃত্যু হল এক হোটেল কর্মীর। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে। আর তার জেরেই হোটেল ভাঙচুর করল পরিবারের সদস্য ও স্থানীয়রা। মৃতের নাম চন্দন সামন্ত।চন্দন বাবু কোলাঘাট থানার সাহড়া গ্রামের বাসিন্দা। রামতারকে ৪১ নম্বর জাতীয় সড়কের কাছে একটি হোটেলে রাঁধুনির কাজ করতেন। সূত্রের খবর, গতরাতে বাড়ি থেকে হোটেলে কাজে গিয়েছিলেন। আজ সকালে হোটেলের এক কর্মী বাড়িতে এসে খবর দেয় চন্দনবাবু ভোররাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবর পেয়েই পরিবারের লোকজন ওই হোটেলে গিয়ে মালিকের খোঁজ করেন। খোঁজ না পাওয়ায় হোটেলটি ভাঙচুর করা হয়, পরে তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবারের লোকেদের অভিযোগ চন্দনবাবুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তাই অভিযোগ চন্দন সামন্তকে খুন করা হয়েছ। সেই ভিত্তিতেই কোলাঘাট থানায় লিখিত অভিযোগ জানায় চন্দনবাবুর পরিবারের লোকজন। পুলিশ মৃত দেহটিকে তমলুক জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, অপর দিকে হোটেল কর্তৃপক্ষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বৈদ্যুতিক আঘাতেই নাকি। তাঁর মৃত্যু হয়েছে। আদৌ কি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। অবিলম্বে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।

Advertisements

Leave a Reply