কোচবিহারে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, ঘুরে দেখলেন জেলা শাসক এবং মহকুমা শাসক

HnExpress ১৩ই ফেব্রুয়ারি, সৌভিক সিংহ রায়, কোচবিহার : আজ সদর মহকুমা শাসক এর উদ্যোগে কোচবিহার ১ নং ব্লক ও ২ নং ব্লক সহ কোচবিহার পৌরসভার যে সমস্ত শিশুদের ওজন কম রয়েছে তাদের নিয়ে একটি ক্যাম্প করা হয় কোচবিহার ১২ নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রে। সেই বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ঘুরে দেখলেন জেলা শাসক ও মহকুমা শাসক।
পাশাপাশি যে সমস্ত বাচ্চাদের ওজন একদমই কম সরকারি আধিকারিকরা সেই সমস্ত বাচ্চাদের দায়িত্ব নেবে। এই স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখলেন কোচবিহারের জেলাশাসক তথা মহকুমা শাসক এবং বিভিন্ন বাচ্চা তথা তাদের বাবা মা আয়োজকদের সাথে কথা বলে খতিয়ে দেখলেন সমস্ত আয়োজনকে।
আর এই বিষয়ে বলতে গিয়ে কুচবিহারের জেলাশাসক বললেন যে, “যেসব বাচ্চা ঠিক করে পোষণ পাচ্ছে না এবং যার কারণে বাচ্চাদের শারীরিক বৃদ্ধির হার কমে যাচ্ছে, সেসব বাচ্চাদের জন্য নিয়মিত এই ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে সরকারের তরফ থেকে। আর সেই উদ্দেশ্যেই এই স্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”