কৃতী সম্বর্ধনা ও সঙ্গীতানুষ্ঠান
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কমিটির পরিচালনায় স্থানীয় দীনবন্ধু মিত্র রোডে শিবাজী সংঘের মোড়ে অস্থায়ী মঞ্চে রবিবার বিকেলে অনুষ্ঠিত হল এবছর ওয়ার্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের ও তাদের মায়েদের সম্বর্ধনা, তৎসহ মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কৃতী পড়ুয়া ও মায়েদের সম্মানিত করেন উদ্বোধক নিউব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার। পৌরপ্রধান বলেন, ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা তথা পুরদলনেতা প্রবীর সাহার আন্তরিক উদ্যোগে ধারাবাহিক ভাবে এই কৃতী সম্বর্ধনা ও তাদের মায়েদের সম্মানিত করে চলেছেন, আমি কৃতী ছাত্রছাত্রী ও তাদের মায়েদের ধন্যবাদ জানাই। শহরে শিক্ষার মানোন্নয়নে ছেলেমেয়েরা সুপ্রতিষ্ঠিত হোক, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করুক, এই কামনা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপিতা সুখেন মজুমদার, পৌরমাতা স্বপ্না বিশ্বাস, লিপিকা দাস, গৌরী দে, নির্মিকা বাগচী, পৌরপিতা সৌমিত্র মজুমদার, নিখিল মালো সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সাগ্নিক সেন ও মধুবন্তী বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নং ওয়ার্ডের পৌরপিতা প্রবীর সাহা। প্রবীর সাহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুরবোর্ড ক্ষমতায় আসার পর থেকে এলাকায় শিক্ষার মান উন্নয়নে জনসংযোগ বাড়াতে ধারাবাহিক ভাবে কৃতী পড়ুয়াদের পাশাপাশি তাদের মায়েদেরও সম্মানিত করা হচ্ছে। এই সব কৃতী পড়ুয়ারা এলাকার গর্ব। সুন্দর সমাজ ও দেশ গঠনে পড়ুয়ারা সুপ্রতিষ্ঠিত হয়ে এগিয়ে চলুক। কৃতী পড়ুয়াদের পাশে আমরা সবসময়ই আছি। এদিন ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৭২ জন কৃতী ছাত্রছাত্রীদের ও তাদের মায়েদের এই মঞ্চ থেকে সম্মানিত করা হয়। তাদের ভবিষ্যৎ জীবন চলার পথে উৎসাহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ওয়ার্ডের সকল নাগরিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রানা গাঙ্গুলি।