কাটোয়ার মুলটি গ্ৰামে আই সি ডি এস কেন্দ্র উদ্বোধন
HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায়ে পূর্ব বর্ধমান কাটোয়া ২নম্বর পঞ্চায়েত সমিতি ও শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের সহযোগিতায় বৃহস্পতিবার মুলটি গ্ৰাম ২/১৫৩ নম্বর আই সি ডি এস কেন্দ্র শুভ উদ্বোধন হলো। এই আই সি বি এস কেন্দ্রটির ফিতে কেটে শুভ উদ্বোধন করেন কাটোয়া ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত।
এইদিন উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাগু প্রধান, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত প্রধান সাগর প্রধান, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত উপপ্রধান জগন্নাথ রুদ্র, আই সি ডি এসের সুপারভাইজার মমতাজ বেগম সহ প্রমুখ। গ্রামবাসীরা কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতি ও শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।