December 11, 2024

কাঁচরাপাড়াবাসীর নিরাপত্তায় জোর দিল পুরসভা

0
Received 1128739823955938.jpeg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া : ব্যবসায়ী সমিতির দাবি অনুযায়ী বেশ কয়েক বছর আগেই গান্ধী মোড় থেকে থানা মোড় পর্যন্ত রাস্তায় লাগানো হয়েছিল সিসিটিভি। কেননা, ব্যবসাপ্রবণ কাঁচরাপাড়ায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। বীজপুর পুলিশের পরামর্শে ও ব্যবসায়ীদের দাবিকে গুরুত্ব দিয়ে স্বভাবতই পুরপ্রধান এ অন্চলটিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেন। এবার সেই নিরাপত্তার জন্য আরও একধাপ এগিয়ে গেল পুরসভা। ইদানিং কাঁচরাপাড়া এলাকার ব্যবসায়িক গুরুত্ব আরও বেড়ে গেছে কয়েকটি কলকাতার বিপণি এখানে শাখা খোলায়।

পাশাপাশি বহিরাগতদের আগমন ক্রমেই বাড়ছে, বাড়ছে মহিলাদের প্রতি দুর্ব্যবহারের সংখ্যাও। ইতিমধ্যে বারাকপুর পুলিশ কমিশনারেটও কাঁচরাপাড়াকে নিরাপত্তার চাদরে মুড়ে দিতে পরামর্শ দিয়েছে পুরসভাকে। তাই এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করতে উদ্যোগ নিয়েছে পুরসভা। জানা গেছে, কাঁচরাপাড়া স্টেশন থেকে লক্ষ্মী সিনেমা মোড় এবং থানা মোড় থেকে কাঁপা মোড় পর্যন্ত সিসিটিভিতে বন্দী করা হবে। তার প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে রবিবার, ২৩ সেপ্টেম্বর থেকে।

এবিষয়ে বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, পুলিশ প্রশাসনের ক্ষমতা বা তেমন কোনও ফান্ড নেই যে এলাকায় সিসিটিভি বসায়। তাই পুরসভাকে অনুরোধ করা হয়েছে এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি দেখার জন্য। পুরপ্রধান সুদামা রায়ও তার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, এখুনি কটা ক্যামেরা বসানো হবে তা ঠিক হয়নি। স্বভাবতই এরজন্য আর্থিক বাজেটও জানাতে পারেননি। তবে কাঁচরাপাড়াবাসী খুশি পুলিশ ও পুর প্রশাসনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ছবি : অরিজিৎ ব্যানার্জি।

Advertisements

Leave a Reply