“কলরব”পত্রিকার উদ্যোগে ‘লিটল ম্যাগাজিন’ প্রকাশনা ও কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা
HnExpress মোঃ মনিরুজ্জামান, আমডাঙা : আজ আমডাঙার “কলরব এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি” আয়োজিত “লিটল ম্যাগাজিন” প্রকাশ ও এবছরের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানটির শুভ সূচনা করেন এতদঞ্চলের বিষয়ক মাননীয় রফিকুর রহমান। এই অনুষ্ঠানটি আজকে বিকাল ৪ ঘটিকায় আরম্ভ হয়। এছাড়া এদিন উপস্থিত ছিলেন সাধনপুর_উলু ডাঙ্গা উচ্চ বিদ্যালয় সহ শিক্ষক সম্রাট ব্যানার্জি,রামপুর হাই স্কুল এর কয়েখন শিক্ষক ও বিভিন্ন সমাজ সচেতন মানুষ।তারপর শুরু হয় বিভিন্ন স্কুল এর কীর্তি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের উচ্চ মাধ্যমিক তথ্য সারা পশ্চিমবঙ্গ (msc) বোর্ড এর প্রথম হয় আমডাঙ্গার rksh মাদ্রাসার
১)নাজমুল সাহাদাত প্রাপ্ত নং ৯২.২৩%।
২)আজিজুল হক ৯০.৮৯%। এতদঞ্চলের উচ্চমাধ্যমিকে প্রথম, আম ডাঙ্গা হাইস্কুল তথা আমডাঙ্গা ব্লক এ চৈতালি বেরা প্রাপ্ত নং ৯১.৮০%(wbchse)। এই সমস্ত ছাত্রছাত্রী সহ আরো অনেক কীর্তি ছাত্রছাত্রীদের আজ ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করা হলো “কলরব ” পত্রিকার তরফ থেকে।
এছাড়াও আজ পত্রিকার পক্ষ থেকে এক মনোজ্ঞ আবৃতি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এদের এটা নিয়ে ২য় বার প্রকাশ হল “কলরব” পত্রিকা।
It is good
Good initiative