December 9, 2024

কলকাতায় রঙে রঙে নারীদিবস

1
Img 20190308 Wa0060.jpg
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : আন্তর্জাতিক নারীদিবস পালন করল পঞ্চসায়র শিক্ষা নিকেতন। স্কুলের সহ প্রধান শিক্ষিকা সুপর্না চক্রবর্তী জানান, দিবসটির তাৎপর্য নিয়ে স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মূল্যবোধ শিক্ষার ক্লাসে আলোচনা করে। আজকের প্রজন্মের ছেলেমেয়েদের চোখে নানান আঙ্গিকে দিনটির বিশিষ্টতা আলোচিত হোল। নিজেদের স্বতন্ত্র বক্তব্য সুন্দর ভাবে উপস্থাপনা করল রানু মণ্ডল, অহনা সরদার, তথাগত মিস্ত্রি, দিয়া হাজরা, অভীক পাল, সৌমিলি চক্রবর্তী, রিয়া কয়াল, শুভম সাহু প্রমুখ ছাত্র ছাত্রী।

নদীয়ার তানিয়া শেঠ, উত্তর দিনাজপুরের অর্পিতা দাস এবং নদীয়ার মানিয়া দাস— ন’দিন ধরে ওরা আরও অনেকের সঙ্গে অনশন করছেন মেয়ো রোডে কলকাতা প্রেস ক্লাবের পাশে। ওঁদের প্রতিবাদ এবং বিক্ষোভ এসএসসি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে। শুক্রবার গান এবং আলোচনার মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে উদযাপন করলেন নারী দিবস। ওঁদের অন্যতম মুর্শিদাবাদের রিমা মন্ডল জানান, আমরা আশা করেছিলাম আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আসবেন। কারণ আমরা যেখানে অনশন করছি, তার ঠিক পাশেই উনি এসে নারী দিবসের অনুষ্ঠান করে গেলেন। আর এতগুলো নারী খোলা আকাশের নিচে তাঁদের দাবি আদায়ের আন্দোলন করছেন, তাঁদের বক্তব্য একটু শুনে গেলেন না।

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবংগ রাজ্য কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক নারিদিবস উপলক্ষে ৯ মার্চ হাজরার আশুতোষ মেমরিয়াল হলে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে। বিষয়ঃ মদের ঢালাও লাইসেন্স ও নারীনির্যাতনের প্রতিবাদ। বক্তা থাকবেন প্রখ্যাত আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত, ডাঃমালবিকা মিশ্র, অধ্যাপিকা আফরোজা খাতুন, ছায়া মুখার্জী।

শনিবার সল্টলেকে রবীন্দ্রভবনে রাজ্য সরকারের উদ্যোগে পালিত হবে নারী দিবস। এতে উপস্থিত থাকবেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও দফতরের আধিকারিকরা। কলকাতার আমেরিকান সেন্টার নারী দিবস পালন করবে আগামী ১৫ মার্চ। নারী নির্যাতন এবং মাদকপাচার বন্ধে বিরুদ্ধে জনমত তৈরির জন্য সেদিন হবে এক আলোচনাসভা।

Advertisements

1 thought on “কলকাতায় রঙে রঙে নারীদিবস

Leave a Reply