December 13, 2024

ওকিনাওয়া স্কুটারের নতুন ও প্রথম শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধনে অভিনেত্রী প্রিয়াঙ্কা

0
Img 20181009 Wa00071395369494.jpg
Advertisements

HnExpress রাজকুমার দাস, কলকাতা : সম্প্রতি দক্ষিণ কলকাতার বুকে ‘ওকিনাওয়া স্কুটার’ -এর প্রথম শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এর হাত ধরে। ভারতে দ্রুততম গ্রোউইং ইলেক্ট্রিক টুহুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানীর এই ধরনের দু’চাকা যান চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জিতেন্দ্র শর্মা।

কোম্পানীর যুগ্ম পার্টনার অনীল আগারওয়াল ও শ্রী ঋষি শর্মা জানান কোম্পানী ২০১৭ সালে দুটো স্কুটার “RIDGE” ও “PRAISE” দুটো লঞ্চ করে। ঘন্টায় ৫৫ – ৭৫কিমি মাইলেজ নিয়ে এই স্কুটি রাস্তায় দৌঁড়াবে। এদিন স্থানীয় ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুও উপস্থিত ছিলেন।

Advertisements

Leave a Reply