December 14, 2024

এম স্পার্কেল-এর ১৬তম বর্ষ উদযাপন

0
Img 20180908 Wa0033.jpg
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : শ্যামনগরের নৃত্যশিক্ষা কেন্দ্র এম স্পার্কেল তাদের ১৬তম বার্ষিক অনুষ্ঠান পালন করল মহাসমারোহে। ৮ আগস্ট, শনিবার বারাকপুর সুকান্ত সদনে আয়োজিত এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল বর্তমান বাংলার জাতীয় কবি অরুণকুমার চক্রবর্তীর। তিনি বলেন, ক্রমেই শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে রবীন বিশ্বাস সাহস করে শৈশবকে ফিরিয়ে দিতে এগিয়ে এসেছেন। এদিন শিক্ষাকেন্দ্রের নৃত্যানুষ্ঠানের পাশাপাশি ছিল বৃদ্ধাশ্রমের আশ্রমিকদের সম্মাননা জানানো ও দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান। এদিনের বাড়তি পাওনা ছিল সম্রাট ও মিঠুনের পরিকল্পনায় পবন-শ্রেয়ার নৃত্যের যুগলবন্দী। ইতিমধ্যে বারাসাত ডাকবাংলো মোড়ের সম্রাট-মিঠুনের সৃষ্টি ‘বিগ ব্রেকার্স’ দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে দূরদর্শনের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও গণেশ বন্দনার মাধ্যমে। তারপর একে একে চলতে থাকে উড়ে যাব আমরা, বাংলা আমার সর্ষে ইলিশ-সহ নানা গানের সঙ্গে এম স্পার্কেল-এর কচিকাঁচা থেকে নানা বয়সী শিক্ষার্থীদের মনোরম নৃত্যের ডালি। তবে বৃদ্ধাশ্রম নিয়ে নৃত্যালেখ্য চাদর কিংবা প্রকৃতি বিষয়ক র‍্যাম্প শো-র কোলাজ অনুষ্ঠানকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে সন্দেহ নেই। যার সব কৃতিত্ব পাওনা শিক্ষার্থীরা ছাড়াও অবশ্যই প্রশিক্ষক রবীনের। এরই মাঝে রবীনকে পাওয়া গেল অন্যরকম ভাবে ‘বহুরূপী’ নামক স্বল্পদৈর্ঘ্যের ছবির ভেতর দিয়ে। প্রসঙ্গত, ছবিটি ইতিমধ্যে সাতটি পুরস্কার ছিনিয়ে এনেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এদিন সংবর্ধিত করা হয় বিভিন্ন মিডিয়া পার্টনার ও স্পন্সরারদেরও। সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে পিঙ্কস ও প্রশান্ত-র যুগ্ম সঞ্চালনায়।

Advertisements

Leave a Reply