এমসিসিআই ইন্ডিয়া ইকোনমিক ফোরামের সম্মেলন
HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা ঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান হারে ভারতে প্রতি বছর এক কোটি লোকের প্রয়োজন। বৃহৎ সংস্থা নয়, এর জন্য দরকার নবীন দক্ষ উদ্যোগী (‘স্টার্ট আপ‘)। শনিবার বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এল এ রকমই মতামত।
একটি পাঁচতারা হোটেলে মার্চেন্ট চেম্বার অব কমার্স (এমসিসিআই) আয়োজিত এ দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বানিজ্যিক জগতের বেশ কিছু নামী ব্যক্তিত্ব। তাতে জানা গেল, বিশ্ব ব্যাঙ্কের মসৃণ বানিজ্য-পরিবেশ অর্থাৎ ‘ইজ অফ ডুয়িং বিজনেস‘ তালিকায় ১৯০টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০ নম্বরে। এই পরিস্থিতিতে সত্যি কতটা আকর্ষণীয় স্টার্ট আপের বাজার, কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে কতটা সুযোগ দিচ্ছে— এ সব নিয়ে হল চর্চা।
২০১৬-র ১ এপ্রিল থেকে ২০১৯-এর ৩১ মার্চ পর্যন্ত যাঁরা স্টার্ট আপ শুরু করেছেন বা করবেন, তাঁদের প্রথম কয়েক বছর আয়কর ছাড়ের সুযোগ দিচ্ছে কেন্দ্র। কীভাবে এ রকম সুযোগের সদ্ব্যবহার করে সংস্থার প্রবৃদ্ধি সম্ভব, আলোচনা হল এ সব নিয়ে।
আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর সিনিয়ার রেসিডেন্ট রিপ্রেসেনটেটিভ অ্যান্ড্রু ডব্লিউ বাওয়ার, বিশ্ব ব্যাঙ্কের শীর্ষ প্রতিনিধি শিহাব আনসারি আজহার, ইয়েস ব্যাঙ্কের গ্রুপ প্রেসিডেন্ট ডঃ সুভদা রাও, এমসিসিআইয়ের প্রেসিডেন্ট রমেশ অগ্রবাল প্রমুখ ছিলেন এ দিনের বক্তা-তালিকায়।