স্বস্তিতে তৃণমূল, বিমানবন্দরের সোনাকাণ্ডে অভিষেককে আপাত ক্লিনচিট কমিশনের!
HnExpress অর্নব দেবনাথ, কলিকাতা : সম্প্রতি ঘটে যাওয়া বিমানবন্দরের সোনাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে প্রাথমিক ভাবে ক্লিনচিট দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন আধিকারিক মঙ্গলবার এক রিপোর্টে জানিয়ে দিয়েছেন, সিজার লিস্টে সোনা আটকের কোনও তথ্যই নেই।
উল্লেখ্য, প্রতিদিন ভোটের জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে আটক সোনা, টাকা, অস্ত্র সংক্রান্ত তথ্য সিইও’কে জানানো হয়। কিন্তু তাতে বিমানবন্দরে পাওয়া সোনা আটকের বিষয়ে কোনও তথ্য নেই। সিইও এদিন দুপুরেই নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন।
সুত্রের খবর যে, নির্বাচন কমিশনের নির্দেশে সিইও উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন আধিকারিক এর কাছে রিপোর্ট তলব করে ছিলেন। অভিষেক ও বিজেপি– দুপক্ষ থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ-পালটা অভিযোগ দায়ের করা হয়। সেই অনুযায়ী রিপোর্ট চেয়েছিল কমিশন। তাই আজকের পর কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিষেক, তবে অপরদিকে চাপে রয়েছে বিজেপি।
বিশেষ আবেদন ঃ
আমরা আরও চমকপ্রদ খবরের সম্ভার নিয়ে হাজির আপনাদের কাছে। তাই নানা ধরনের সত্যনিষ্ঠ খবরের নিত্য নতুন আপডেট পেতে হলে জুরে থাকুন আমাদের সাথে, আর চোখ রাখুন আমাদের ডিজিটাল মিডিয়ার পাতায় এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে। “Highlight News Express, জনগণের সাথে, জনগণের পাশে”