এখন আর অবৈধ নয় পরকীয়া
HnExpress নিজস্ব প্রতিনিধি, দিল্লি : পরকীয়া নাকি আর অবৈধ নয়, হ্যাঁ এমনটাই জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার ২৭ শে সেপ্টেম্বর ৪৯৭ ধারা অসাংবিধানিক বলে রায় দান করেছেন শীর্ষ আদালত। প্রসঙ্গত ১৫৭ বছর ধরে এই আইনানুযায়ী কোনও পুরুষ যদি কোনও বিবাহিত মহিলার সঙ্গে বা কোনও মহিলা যদি কোনও পুরুষের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয় তবে তারজন্য সাজা হিসেবে পুরুষটির ৫ বছরের সাজার নির্দেশ ছিল। এদিন ৫ সদস্যের ডিভিশন বেন্চ এই রায়দান করেছেন।
আদালত জানিয়েছে, এই আইনের মাধ্যমে স্ত্রীকে স্বামীর সম্পত্তি বলে ধরা হতো। কিন্তু বর্তমানে স্ত্রীর সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। পরকীয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার।
দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে পক্ষে ও বিপক্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্তত স্যোশাল মিডিয়ায় এনিয়ে চলছে নানাবিধ মতামত!
সমাজ ছন্নছাড়া হবে ।
I think ur right.