April 27, 2025

এক নজরে, রাজ্যে জয়ের দামামা বিজয়ী প্রার্থীদের

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ বাংলার বুকে ভোট যুদ্ধের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কারা কারা ছিনিয়ে নিল লোকসভার বিজয়ী পদ, দেখে নিন এক ঝলকে ঃ— গণনার নিরিখে, তৃণমূল- 22, বিজেপি- 18, কংগ্রেস- 2।

01) কোচবিহার – নীতিশ প্রামানিক, বিজেপি।

02) আলিপুরদুয়ার – জন বার্লা, বিজেপি।

03) জলপাইগুড়ি – জয়ন্ত রায়, বিজেপি।

04) দার্জিলিং – রাজু বিস্ত, বিজেপি।

05) রায়গঞ্জ – দেবশ্রী চৌধুরী, বিজেপি।

06) বালুরঘাট – সুকান্ত মজুমদার, বিজেপি।

07) মালদা উত্তর – খগেন মুর্মু, বিজেপি।

08) মালদা দক্ষিণ – আবু হাসেম খান, কংগ্রেস।

09) জঙ্গিপুর – খলিলুর রহমান, তৃণমূল।

10) বহরমপুর – অধীর চৌধুরী, কংগ্রেস।

11) মুর্শিদাবাদ – আবু তাহের খান, তৃণমূল।

12) কৃষ্ণনগর – মহুয়া মিত্র, তৃণমূল।

13) রানাঘাট – জগন্নাথ সরকার, বিজেপি।

14) বনগাঁ – শান্তুনু ঠাকুর, বিজেপি।

15) ব্যারাকপুর – অর্জুন সিং, বিজেপি।

16) দমদম – সৌগত রায়, তৃণমূল।

17) বারাসত – কাকলী ঘোষ দস্তিদার, তৃণমূল।

18) বসিরহাট – নুসরাত জাহান, তৃণমূল।

19) জয়নগর – প্রতিমা মন্ডল, তৃণমূল।

20) মথুরাপুর – সি এম জাটুয়া, তৃণমূল।

21) ডায়মন্ড হারবার – অভিষেক ব্যানার্জি, তৃণমূল।

22) যাদবপুর – মিমি চক্রবর্তী, তৃণমূল।

23) কোলকাতা উত্তর – সুদীপ ব্যানার্জি, তৃণমূল।

24) কোলকাতা দক্ষিণ – মালা রায়, তৃণমূল।

25) হাওড়া – প্রসূন ব্যানার্জি, তৃণমূল।

26) উলবেড়িয়া – সাজদা আহমেদ, তৃণমূল।

27) শ্রীরামপুর – কল্যাণ ব্যানার্জি, তৃণমূল।

28) হুগলি – লকেট চ্যাটার্জি, বিজেপি।

29) আরামবাগ – অপরুপা পোদ্দার, তৃণমূল।

30) তমলুক – দিব্যেন্দু অধিকারী, তৃণমূল।

31) কাঁথি – শিশির অধিকারী, তৃণমূল।

32) ঘাটাল – দীপক অধিকারী(দেব), তৃণমূল।

33) ঝাড়গ্রাম – কুনার হেমব্রম, বিজেপি।

34) মেদিনীপুর – দিলীপ ঘোষ, বিজেপি।

35) পুরুলিয়া – জৌতিময় সিং মাহত, বিজেপি।

36) বাঁকুড়া – সুভাষ সরকার, বিজেপি।

37) বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ, বিজেপি।

38) আসানসোল – বাবুল সুপ্রিয়, বিজেপি।

39) দুর্গাপুর – এসএস আলুওয়ালিয়া, বিজেপি।

40) বর্ধমান পূর্ব – সুনীল মন্ডল, তৃণমূল।

41) বোলপুর – অসিত মাল, তৃণমূল।

42) বীরভূম – শতাব্দী রায়, তৃণমূল।

Advertisements

Leave a Reply