December 11, 2024

এক তরতাজা যুবকের নিজেরই ইঞ্জিন ভ্যান উল্টে অকাল মৃত্যুতে সারা গ্রাম জুড়ে শোকের ছায়া

0
Logolicious 20190228 133429.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পাথর প্রতিমা : প্রচন্ড বৃষ্টির মধ্যে বুধবার রাতে, ইঞ্জিন ভ্যান নিয়ে নদীতে উল্টে পড়ে মৃত্যু হল এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটে দিগম্বর পুরের রাজরাজেস্বর গ্রামে। মৃত যুবকের নাম গৌতম ঘোড়ুই (৩৩)। স্থানীয়সূত্রে জানা যায়, গৌতম পেশায় ভ্যানচালক, একটি ইঞ্জিন ভ্যান নিয়ে ভাড়া খাটার জন্য বেরিয়েছিল বাড়ি থেকে।
ভাড়া খেটে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিল, আনুমানিক রাত্রি ১১ টা নাগাদ। বাড়িতে ফেরার পথে উল্টে নদীতে পড়ে যায়। ফোনে যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তায় ছিলো স্ত্রী মনি ঘোড়ুই।বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নদী বাঁধের উপরে উঠতেই দেখে ভ্যানে চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে গৌতম ঘোড়ুই। স্থানীয় দের ধারণা যদি বৃষ্টি বাদলের রাত না হতো তাহলে কারো নজরে পড়তো এবং হয়ত ওকে বাঁচানো যেত। বর্তমানে মৃতের বাড়িতে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গৌতমই ছিল পরিবারের একমাত্র অবলম্বন। ছেলেটি এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্রী। গৌতমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া রয়েছে।

Advertisements

Leave a Reply