December 11, 2024

“একতাই সম্প্রীতি উৎসব” নৈহাটিতে

1
Img 20181124 Wa0001.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, নৈহাটি : পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী ২৩ নভেম্বর, শুক্রবার নৈহাটি পুরসভার ক্যাম্পাসে “ঐকতান” হলে সূচনা হল তিনদিনব্যাপী বিশেষ সচেতনতা উৎসব “একতাই সম্প্রীতি”। রাজ্য সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্তাকর্ষক প্রদর্শনীর পাশাপাশি তিনদিনই থাকছে কলকাতার প্রখ্যাত শিল্পী ও বাংলার স্বনামধন্য লোকশিল্পীদের হৃদয়গ্রাহী অনুষ্ঠানের আয়োজন ।

ব্যতিক্রমী এই বর্ণময় উৎসবের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্যসচেতক বিধায়ক নির্মল ঘোষ। হাজির ছিলেন মহকুমা শাসক আবুল কামাল আজাদ ইসলাম-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে এই সম্প্রীতি উৎসব। তিনি আরো বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নের কাজকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে।

এদিন এই মঞ্চ থেকেই জেলার দশটি পুজো উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়। উৎসব চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এদিন অসংখ্য সম্মানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক পদাধিকারীদের গৌরবময় উপস্থিতিতে সমৃদ্ধ হয়ে ওঠে আনন্দমুখর উদ্বোধনী অনুষ্ঠান।

ছবি : সংগৃহীত।

Advertisements

1 thought on ““একতাই সম্প্রীতি উৎসব” নৈহাটিতে

Leave a Reply