একটু অন্যরকম মানবিক রূপ
HnExpress নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : হঠাৎ করে রাত্রিবেলায় অসুস্থ হয়ে পরে হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের কর্মী গণেশ জানা। সেদিন তার বাড়িতে কেউ ছিলো না। সাথে সাথে সে ফোন করে হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসে কার্যকরী সভাপতি অর্নব দেবনাথকে। ফোন করে বলেন, দাদা আমি খুব অসুস্থ অনুভব করছি, আর এই মুহুর্তে বাড়িতেও কেউ নেই। আপনি আমাকে বাঁচান। মিটিং সেরে বাড়ি ফেরার পথে ফোন মারফত সেই খবর শুনে সাথে সাথে তার বাড়িতে গিয়ে তাকে নিয়ে দূর্গাচক মহকুমা হাসপাতালে ভর্তি করেন অর্নব বাবু।
আর যেহেতু সেদিন তার বাড়ির কেউ ছিল না কাছে, তাই অর্নব দেবনাথ তার বেডে বসেই রাত জেগে পাহাড়া দেন মুমূর্ষু রুগীকে। হয়ে তো একেই বলে মনুষ্যত্ব, একেই বলে সামাজিক কর্তব্য বা দায়বদ্ধতা। বিপদে আপদে একে অপরের পাশে থাকার নামই হলো মানবিকতা। আর সেই একটু অন্যরকম মানবিক রূপ দেখা গেল এই মানুষটির থেকে। অসুস্থ ব্যক্তি গণেশ জানা বললেন, অর্নব দা আমাদের কাছে অগতির গতি। আজ যদি অর্নব দা না থাকতো আমার যে কি হতো কে তা একমাত্র ভগবানই জানেন। দাদা শুধু আমারই নয় এই ভাবে যে কোন মানুষের বিপদ আপদের খবর পেলেই ঝাপিয়ে পড়েন।