উড়ান- নারী ক্ষমতায়ন এর এক মানবিক মুখ
HnExpress নিজেস্ব প্রতিনিধি, কলকাতা : বিগত ৯ বছর ধরে “উড়ান- নারী ক্ষমতায়ন” (UDAAN – Empowering Women), আর্থিক রূপে দুর্বল নারীদের জন্যে কাজ করছে। মহিলাদেরকে আর্থিক রূপে স্বাধীন করার প্রচেষ্টায় তাদেরকে বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে আর্থিকরূপে স্বনির্ভর করার চেষ্টা করছেন সংস্থার সদস্যরা। যেসব মেয়েরা আর্থিক অসুবিধার কারণে উচ্চশিক্ষা সমাপ্ত করতে পারছে না তাদের বি.এড ও আইটিআই এর মত কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে আর্থিক ক্ষেত্রেও সহায়তা করেন তারা। পাশাপাশি ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে গ্রামে গ্রামে অভিযান করে তাদের সদস্যরা।
এই উদ্দেশ্যে বিভিন্ন সরকারি স্কুলে মেয়েদের জন্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ইনস্টল করা হয়েছে। আমাদের সংস্থার প্রেসিডেন্ট ডক্টর কমলেশ জৈন ও চেয়ারম্যান শকুন ত্রিবেদীর কুশল নেতৃত্বে আর সেক্রেটারি সোফিয়া খান, ভাইস প্রেসিডেন্ট ববিতা শ্রীবাস্তবের সহযোগিতায় এই সমস্ত জনকল্যান মূলক কাজ করছে সংস্থার সদস্যরা। প্রতিবছরের মত এবারও দূর্গা পুজোতেও গরিব বাচ্চাদের জামা কাপড় দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
সংস্থার এক সদস্য জানিয়েছে যে যে মহিলারা নিজের জীবনের লড়াই করে স্বাবলম্বী করেছেন তাদের মধ্যে কয়েকজনকে সম্মান জানানো হবে। প্রত্যেক মহিলা, শক্তির প্রতীক এই রূপটা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আশাকরি আপনারা সবাই আমাদের এই চেষ্টাকে সমর্থন করবেন। এবার পুজোয় মহিলাদের নিয়ে একটি গান রিলিজ করেছে “উড়ান- নারী ক্ষমতায়ন” (UDAAN – Empowering Women )।
এই গানটিতে সমর্পিত করা হয়েছে প্রত্যেক মহিলাকে যারা নিজের জীবনের লড়াই থেকে কোনোদিন হার মানেননি। একজন নারী যে তার পরিবারের সমস্ত দায়িত্ব সম্পূর্ণ করেও সংসারে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে নিজের সবটুকু নিয়োজিত করেছেন। পারিবারিক দায়িত্ব থাকলেও ওনারা নিজের কর্তব্য থেকে কোনোদিনই দূরে সরে নেই, এই গানের মাধ্যমে আমরা প্রত্যেক মহিলাকে সম্মান জানানোর চেষ্টা করেছি মাত্র। আমদের কাজের মাধ্যমে প্রত্যেক মহিলার অন্তরের মা দূর্গার ম শক্তিকে জাগ্ৰিত করে সমাজের অগ্ৰগতিতে তাদের সহযোগিতা গড়ে তুলতে চাই। এমনটাই জানিয়েছেন সংস্থার সকল সদস্যবৃন্দ।