December 11, 2024

উত্তর দমদমে প্রচারে ঝড় তুলে এগিয়ে তৃণমৃলের প্রার্থী

0
Img 20190424 230237.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, বিরাটী : দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায় আজ উত্তর দমদম পুর এলাকার নির্বাচনী প্রচারে ঝড় তুলে এগিয়ে রইলেন ডান বাম গেরুয়া শিবিরকে পিছনে ফেলে। সোমবার দক্ষিনেশ্বর আদ্যাপিঠ মন্দিরে পুজো দিয়ে বারাসত জেলাশাসক দপ্তরে দলীয় কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। আজ উত্তর দমদম পুর এলাকার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী স্হানীয় পৌরপিতা বিধান বিশ্বাস সহ কাউন্সিলর রাজর্ষী বসু দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিরাট শোভাযাত্রা করলেন পুর এলাকার।

হুড খোলা জিপে চড়ে পুর এলাকার ওলি গলিতে দুহাত করজোড়ে ভোট ভীক্ষা প্রার্থনা করলেন। সৌগত রায়ের সাফ কথা কাজ করেছি তাই আবারও ভোট চাইছি। কারণ লক্ষ্য উন্নয়ন। দমদম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় উন্নয়নে সামিল হয়ে পাঁচ বছরে কাজ করেছি। আমার প্রতিদ্বন্দীরা কোন ফ্যাক্টর নয়। তারা কোন বিধানসভা কেন্দ্রে জেতেনি। সৌগতের সদুত্তর আগে মাধ্যমিক পাশ করুক তারপর উচ্চমাধ্যমিক। একলাফে উচ্চমাধ্যমিক পাশ করা যায় না। একটা অলিক স্বপ্ন। নির্বাচনী প্রচারে ডাক ঢোল বেলুন ট্যাবলো এলাকার উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনহিতকর সফল প্রকল্পগুলি তুলে ধরা হয় মিছিলে।

সঙ্গে শ্লোগান মা বোনেরা বাধল জোট সব ভোট জোড়া ফুলে। বিভিন্ন ওয়ার্ডের ছাত্র যুব মহিলারা হাতে দলীয় পতাকা ফেস্টুন মাথায় টুপি গায়ে গেজ্ঞি, মহিলারা দলীয় শাড়ি পরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এলাকায় আলোড়ন ফেলে দেয়। তীব্র দাবদাহে রাস্তায় প্রচারে ঢল নামে বিরাটীর বাসিন্দাদের। রাস্তার মোড়ে বাড়ির ছাদের উপর থেকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেন অধ্যাপক সৌগত রায়কে। কেউবা ছুটে এসে মালা পরান কেউবা ফুল ছিটিয়ে করজোড়ে আশীর্বাদ করেন পুনরায় নির্বাচিত হতে।

Advertisements

Leave a Reply