ছাত্র ছাত্রীদের নতুন দিশা দেখাচ্ছে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড স্কুল
HnExpress পল মৈত্র, গঙ্গারামপুর, দক্ষিন দিনাজপুর : উজ্জ্বল কিডস্ ওয়ার্ল্ড একটি কম্বাইন স্কুল। কম্বাইন কথাটির অর্থ হলো এই স্কুলটি বাংলা মিডিয়াম এবং ইংলিশ্ মিডিয়ামের কম্বাইন। এখানে wb বোর্ড এবং cbsc বোর্ড একসাথে অনুসরন করা হয়। এটি একটি নতুন আধুনিক ভাবে ছাত্র ছাত্রীদের প্রতিভা প্রদর্শন ধারনাকৃত স্কুল। যেখানে প্রায় ৭০০ -রও বেশি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে এই স্কুলে। তাদের সাহিত্য, গান বাজনা, নাচ, আর্টস, আত্মরক্ষার জন্য ক্যারাটে ও বিজ্ঞানমনস্ক ভাবনার দিক দিয়ে নতুন কিছু তৈরী করা হয়। দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর, বুনিয়াদপুর ও হরিরামপুরে স্কুলগুলি রয়েছে। যার মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য হলো গঙ্গারামপুর বেলবাড়িতে অবস্থিত উজ্জ্বল কিডস্ ওয়ার্ল্ড স্কুলটি। যেখানে প্রত্যেক ছাত্র ছাত্রীরা সহ তাদের অভিভাবরা খুব উপকৃত হচ্ছেন বলে জানা গেছে। স্কুলের নানান বিজ্ঞানমূলক পঠন পাঠনের মাধ্যমে এবং তারা ছোট থেকে বাংলা ও ইংরাজী ভাষায় দক্ষ হয়ে উঠছে। এই স্কুলের মূল উদ্দেশ্য হলো প্রত্যেক ছাত্র ছাত্রীকে ইন্ডিপেনডেন্ট বা স্বাধীন চেতন করে গড়ে তোলা। এখানে ছাত্র ছাত্রীরা চাকরি পাওয়ার উদ্দেশ্যে নয় কিছু শিখে নিজের প্রতিভাকে তুলে ধরার জন্যই এই স্কুলে পড়ছে বলে জানান স্কুলের কর্নধার তথা প্রিন্সিপাল অসীম ঘোষ। তিনি নিজেই একজন গবেষক ও ইন্জিনিয়ার, তিনি স্কুলের ছাত্র ছাত্রীদের টেকনলোজির ক্লাস করান, এর ফলে ছাত্র ছাত্রীরা এয়ার কুলার, এয়ার কন্ডিশান, রেফ্রিজারেটর, ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক কার, ইলেকট্রিক ট্রেন সহ নানান টেকনলোজি তৈরি করতে চোস্ত ও ওয়াকিবহাল হয়ে পড়েছে। বর্তমানে একটি হেলিকপ্টার বানানোর কাজ চলছে, যা প্রায় ৪০০ কিমি অবধি যেতে পারবে বলে দাবী করেন প্রিন্সিপাল অসীম ঘোষ। স্কুলটির জন্ম ২০১৭ সালের ৩ জানুয়ারি। স্কুলের কর্নধার অসীম ঘোষের দাদা শহীদ উজ্জ্বল ঘোষের নামে করা হয়েছে যিনি একজন এই দেশের সৈনিক ছিলেন দেশের মানুষদের সুরক্ষা দিতে গিয়ে ১৯৯৯ সালের ১৯ এপ্রিল এ কারগীল যুদ্ধে শহীদ হয়ে ভারত মায়ের কোলে চিরনীদ্রায় শায়িত হন এই বীর সৈনিক। জানা গেছে খুব অল্প সময়ের মধ্যে স্কুলটি সাফল্য ও জনপ্রিয়তা লাভ করেছে। এবিষয়ে প্রিন্সিপাল অসীম ঘোষ বলেন, আগামী পাঁচ বছরে সারা ভারতবর্ষে ৫০০ টি উজ্জ্বল কিডস্ ওয়ার্ল্ড স্কুল করাবো। বর্তমানে ৩ টি স্কুল রয়েছে। আরো ১০টি স্কুলের কাজ চলছে যা চলতি বছরের নভেম্বরের দিকে চালু হয়ে যাবে। আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীরা সকলেই শৃঙ্খলাবদ্ধ ও নিষ্ঠাপরায়ণ। স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য বোর্ডিং রয়েছে পাশাপাশি হোষ্টেল রয়েছে খেলা ধূলা করার জন্য মাঠ সাতার শেখার জন্য সুইমিং পুল রয়েছে। তিনি আরো জানান, স্কুলের পাশাপাশি তিনি উজ্জ্বল টেক্সটাইল ইন্ডাসট্রি তৈরি করেছেন। আগামী দিনে হাসপাতাল, ইন্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ করবেন বলে জানিয়েছেন। যা সমগ্র ভারতবর্ষে এক অনন্য নজীর সৃষ্টি করবে। তবে স্কুলটি আমি স্কুল বলবোনা বরং বলবো মুক্ত বিহঙ্গদের স্বাধীনতার জায়গা, যা আগামীদিনে এদের প্রতিভাবান গড়ে তুলবে সমগ্র দেশ জুড়ে আলোকিত ও পরিচিত হবে উজ্জ্বল কিডস্ ওয়ার্ল্ড স্কুল বলে জানান কর্নধার তথা প্রিন্সিপাল অসীম ঘোষ। সর্বশেষে বলাই বাহুল্য এই স্কুলটি ছাত্র ছাত্রীদের নতুন আলোর দিশা দেখাচ্ছে।
khub sundor