December 13, 2024

আলামবাজার ফাঁড়ির পুলিশ ফোর্সের তৎপরতায় আটক লকডাউন ভঙ্গকারীদের বাইক

0
Img 20200414 202707.jpg
Advertisements

HnExpress ১৪ই এপ্রিল, ঝুম্পা দেবনাথ, বরাহনগর ঃ লকডাউনকে উপেক্ষা করেই রাস্তায় মানুষের ঢল। বরাহনগর থানার অন্তর্গত আলমবাজার ফাঁড়ির পুলিশ ফোর্সের তৎপরতায় আটক করা হলো লকডাউন ভঙ্গকারীদের বাইক। যেখানে দেশের প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী যৌথভাবে বারবার বলেই চলেছেন লকডাউন মেনে চলুন, আর ঘরে থাকুন। খুব প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাইরে বেড়বেন না।

কিন্তু সেখানে সোমবার লকডাউনের ২০তম দিনে বরাহনগর শহরের পরিবর্তনের অন্য ছবি দেখতে পাওয়া গেলো। লকডাউনের বিধিনিষেধ অমান্য করেই রাস্তায় বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে মানুষজন। এক কথায় বলা চলে, এই মারন ভাইরাস নিয়ে এখনো সজাগ নয় দেশ তথা বাংলার মানুষ। লকডাউন অমান্য করেই মনের আনন্দেই ঘুরে বেরাচ্ছে তারা। আর তাই লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন বরাহনগর থানার অন্তর্গত আলমবাজার ফাঁড়ির সাব-ইন্সপেক্টর প্রীতম বাবু।

গতকাল দুপুরে অালমবাজার মোড়ে আচমকাই অভিযান চালায় পুলিশ অর্থাৎ লকডাউনের নাকা চেকিং শুরু করেন বরাহনগরের থানার আইসি কুন্তল মন্ডল সহ বরাহনগর থানার অন্তর্গত আলমবাজার ফাঁড়ির গোটা পুলিশ ফোর্স। এরপর রাস্তায় বেরনো সকলকেই আলমবাজার ফাঁড়ির সাব-ইন্সপেক্টর প্রিতম বাবু প্রশ্ন করেন তারা কেন বেরিয়েছেন? তাদের মধ্যে সিংহভাগেরই উত্তর ওষুধ কিনতে। যদিও প্রেসক্রিপশন দেখতে চাইলে কেউ কেউ তা দেখাতে পাড়লেও, অনেকেই পারেনি।

 

 

এতো প্রচারের পরেউ মানুষ এখনো সচেতন হননি, তাই বরাহনগর থানার আইসি কুন্তল মন্ডল জানান এরপর বিষয়টি আরোও শক্ত হাতে সামলাবেন তারা। এদিন যে সকল বাইক আরোহী যথাযথ যুক্তি দেখাতে পারেননি অর্থাৎ লকডাউনকে উপেক্ষা করে কেন তারা ঘুরতে বেড়িয়েছিল, সেই সকল বাইক আরোহীদের বাইক বাজেয়াপ্ত করা হয়। মানুষের ভেতরে সচেতনতা অভাববোধ নিয়ে এদিন কিছুটা আক্ষেপও প্রকাশ করেন তিনি।

কারণ লকডাউনের পর থেকে সোশ্যাল ডিস্টেন্স মেইনন্টেন করার কথা ও করোনা ভাইরাসের সংক্রামণ নিয়ে বরাহনগর থানা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ভাবে প্রচার চালানো হয় তার পরেও এই চিত্র সত্যিই হতাশাজনক। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রামণ নিয়ে বরাহনগরবাসীকে সজাগ করতে বরাহনগরের রাজপথে গাড়ি নিয়ে থানার পক্ষ থেকে মাইকিং করতে দেখা গিয়েছে। বরাহনগর থানার আইসি কুন্তল মন্ডল এদিন জানান, আগামীদিন থেকে বিষয়টি শক্ত হাতে সামলানো হবে।

যে সকল বাইক বাজেয়াপ্ত করা হয়েছে সেই সকল বাইক আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এদিন এই বিষয়ে বরানগর পুলিশ প্রধান কুন্তল মন্ডল বলেন, মানুষ এখনো লকডাউনকে উপেক্ষা করে অকারনেই রাস্তায় বেরিয়ে আইন বিরুদ্ধ কাজ করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার অনুরোধ করা হচ্ছে যে এই লকডাউনকে উপেক্ষা করবেন না। তবে এই লকডাউন বিরোধী মনভাবাপন্ন মানুষদের ঘর মুখি করতে আরো বেশি সক্রিয় হবে তাঁদেরই স্বার্থে।

 

Advertisements

Leave a Reply