আমডাঙ্গা থানা ঘেরাও ও ৩৪নং এন এইচ সড়ক অবরোধ
HnExpres মোঃ মনিরুজ্জামান, আমডাঙ্গা : আজ রাত প্রায় ৮টা নাগাদ আমডাঙ্গা থানা ঘেরাও করে এন এইচ ৩৪ নং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তাদের এই বিক্ষোভ এর কারন হল আমডাঙ্গা ব্লকের তৃণমূলের পূর্তের কর্মধক্ষ মোস্তাক আহমেদকে নাকি ফোনে খুনের হুকুমি। হুমকি দেন আমডাঙ্গা এলাকার কয়েকজন দুষ্কৃতী। আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে মোস্তাক আহমেদ অভিযোগ ভিত্তিতে দুজনকে গ্রেফতারও করে আমডাঙ্গা থানার পুলিশ।
সুত্রের খবর, মোস্তাক আহমেদ অনুগামীদের দাবি একজনকে গ্রেফতার করলেও মেন অভিযুক্ত নাসির উদ্দিন পালতক। তাকে পুলিশ গ্রেফতার করেনি এখনো, তারই প্রতিবাদে মুস্তাকের লোকজন আমডাঙা থানা ঘেরাও ও এন এইচ ৩৪ নং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। যার ফলে আজ রাত ৮টা থেকে ৯:৩০ মিনিট অব্দি এর জেরে দূর্ভোগ সহ্য করতে হয় নিত্য যাত্রীদের, অবশেষে পুলিশ এর হস্তক্ষেপে ১০টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।