আবুর আবক্ষ মূর্তি বসছে ডাঙাপাড়ায়
HnExpres দেবাশিস রায়, কাঁচরাপাড়া : বীজপুর তৃণমূল কংগ্রেস এর নেতা মৃণাল সিংহরায়, ওরফে আবুর আবক্ষ মূর্তি বসছে কাঁচরাপাড়ার ডাঙাপাড়ায়। স্থানীয় মিতালী সংঘের উদ্যোগে বসানো হচ্ছে মূর্তিটি। আগামী ৯ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যে ৭টায় মূর্তিটির আবরণ উন্মোচিত হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মূর্তিটি বানিয়েছেন হালিশহর এর যুব শিল্পী প্রদীপ পাত্র।
প্রসঙ্গত, ভূতবাগান এলাকায় এক দুর্ঘটনায় আহত হন আবু। তারপর থেকে বেশ কিছুদিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। ১৯ জানুয়ারি ২০১৫, সোমবার রাতে তিনি প্রয়াত হন। ঠিক তার আগের দিন ছিল তাঁর ৬১তম জন্মদিন। সেদিন তিনি নিজের অনুগামীদের নিয়ে কেকও কাটেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে বীজপুর। তাঁর দুর্ঘটনাটা যে নিছক দুর্ঘটনা নয়, তা নিয়েও সন্দেহ দানা বাঁধতে থাকে। কিন্তু কারো সাহসে কুলোয়নি তা সোচ্চারে প্রকাশ করতে। তৃণমূলে আসার আগে তিনি প্রদেশ ও রাজ্য কংগ্রসের সদস্য ছিলেন। তারও আগে দাদা মৃদুল সিংহরায় এর অনুপ্রেরণায় স্কুলজীবন থেকে জড়িয়ে পড়েন নকশালি আন্দোলনে। তৎকালীন বিধায়ক শিক্ষক জগদীশ দাসের সাহচর্যে কংগ্রেসে যোগদান করেন। কাঁচরাপাড়া পুরসভার ভোটে জিতে বিরোধী দলের নেতাও হন, এমনকি বীজপুর বিধানসভার প্রার্থীও হন। সেসময় স্থানীয় রেল কারখানায় অ্যাপ্রেন্টিস ও গ্রুপ-ডি পদে ৫০ হাজারেরও বেশি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তিনি দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে। যার দরুন তাঁকে বীজপুরের বেকার যুবকেরা নয়নের মণি হিসেবে চিহ্নিত করতেন।
সম্প্রতি আবুর মৃত্যুর বছর তিনেক পর তাঁর খুড়তুতো বোন সোনালি কুণ্ডু দাদার মৃত্যুতে প্রাক্তন তৃণমূল নেতা, বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। বিষয়টা এখনও বিচারাধীন, জামিনে রয়েছেন মুকুল।