December 9, 2024

আবার এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী হেনস্তার স্বীকার হলেন নদীয়ার এক সঙ্গীতানুষ্ঠানে

0
Img 20190204 Wa0026.jpg
Advertisements

HnExpress মাসূদুর রহমান, নদীয়া : রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগর পৌরসভা পরিচালিত অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্থার স্বীকার হলেন এক সংগীত শিল্পী। এবারে স্বীকার হলেন বাংলার জনপ্রিয় ও স্বনামধন্য গায়িকা ইমন চক্রবর্তী। সুত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষে ফেরার সময় শিল্পীর গাড়ি ঘেরাও করে কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।

গায়িকার অভিযোগ, তাদের গাড়ি থামিয়ে শিল্পী কে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করা হয়। হেনস্তার স্বীকার হন ইমনের সহ-সংগীত শিল্পীরাও। এই অবস্থার কথা উল্লেখ করে শিল্পী নিজেই তাঁর ফেসবুকে লাইভে হেনস্তার ছবি তুলে ধরে। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বিশিষ্ট গায়িকা ইমন।

গায়িকার কথায় তার ২ ঘন্টার অনুষ্ঠান করার কথা ছিল, আর তিনি দুই ঘন্টা অনুষ্ঠান করেই বেরিয়ে আসেন। কিন্তু অনুষ্ঠান উদ্যোক্তাদের মুখে অন্য কথা তাদের দাবী শিল্পী ইমনের সঙ্গে তাদের দুই ঘন্টা অনুষ্ঠান করার কথা থাকলেও তিনি দুই ঘন্টা করেনি। তিনি এক ঘন্টার জন্য অনুষ্ঠান করে অত্যধিক টাকা দাবি করেন বলে অভিযোগ। এরপরেই তারা নাকি শিল্পীর গাড়ি ঘেরাও করেন।

Advertisements

Leave a Reply