আবারও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হল
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুর থানার দুই সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে উদ্ধার হল আবারও চুরি যাওয়া মোবাইল। পুলিশ সূত্রে খবর, নিউব্যারাকপুরের নবপল্লীর বাসিন্দা অনির্বাণ চক্রবর্তীর রেড মি নোট ৫ প্রো কোম্পানির একটি মোবাইল খোয়া যায় গত ১৮ অক্টোবর। তিনি নিউব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন।
জিডিই নং — ৮১০/১৮। নিউব্যারাকপুর থানার দুই সিভিক ভলেন্টিয়ার দেবাশিস মিস্ত্রি ও বিপুল রায় খোয়া যাওয়া মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে দেগঙ্গার হাট থেকে মোবাইলটি উদ্ধার করেন। শুক্রবার সকালে থানার পক্ষ থেকে অনির্বাণ বাবুর হাতে ঐ মূল্যবান মোবাইলটি (দাম আনুমানিক ১৭ হাজার টাকা) তুলে দেন নিউব্যারাকপুর থানার এ.এস.আই দেবাশিস বসু।
জানা গিয়েছে, নিউব্যারাকপুর থানার ওসি রাজু মুখার্জির নির্দেশে দুই সিভিক ভলেন্টিয়ার ঐ এলাকা থেকে খোয়া যাওয়া ১০ থেকে ১২ টি মোবাইল উদ্ধার করেছে ইতিমধ্যে। মোবাইল ফিরে পেয়ে অনির্বাণবাবু খুব খুশি। তিনি জানান, পুলিশের ওপরে মানুষের আস্থা রয়েছে। এই ঘটনার পর ফের পুলিশের মানবিক মুখ উঠে এল।