December 13, 2024

“আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী”র উদ্যোগে এবং “আমরাই প্রাথমিক শিক্ষক” এর সহযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা

0
Img 20200308 Wa0008.jpg
Advertisements

সুরভিত তথা সুরক্ষিত পরিবেশের জন্য আজই ব্যবহার করুন, DAFFODIL

HnExpress ৮ ই মার্চ, নিজস্ব প্রতিনিধি, শালবনী ঃ “আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী”র উদ্যোগে আজ শালবনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ শালবনী জাগরণ সমাজসেবামূলক অনুষ্ঠান গুলির পাশাপাশি এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে বলেন জানালেন শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও জাগরণের সম্পাদক সন্দীপ সিংহ।


জনস্বার্থে প্রচারিত।

আজ ৮ই মার্চ হলো আন্তর্জাতিক নারী দিবস, আর এই শুভ দিনে এমন মহতী অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন “আমরাই প্রাথমিক শিক্ষক”। সংস্থার তরফে উপস্থিত ছিলেন বাপ্পা বিষয়ী, ঠাকুরদাস মাহাত, কুনাল কান্তি শীট প্রমুখেরা। এদিনের অনুষ্ঠানে মোট চারটি বিভাগে ষাট জনেরও বেশী প্রতিযোগী অংশগ্রহণ করেছিল বলে জানান, অনুষ্ঠানের সূত্রধর ও শালবনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল গাঙ্গুলি।


So Emmy…… Test Main Best —”TWIT”

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী প্রমুখেরা। তবে মার্চ মাসের শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে জানালেন আয়োজক সংস্থার তরফ থেকে উপস্থিত শম্ভু জানা, সুমন সরকার, শুভেন্দু ধল, অভিজিৎ চালক, সৌমিত্র মাহাত, আশীষ সিং, সায়ন ভুইয়া প্রমুখেরা।

 

Advertisements

Leave a Reply