June 22, 2025

সম্প্রতি আটার প্যাকেটে লুকোনো ১০ কোটির হেরোইন সহ কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স

0
Advertisements

সুরভিত তথা সুরক্ষিত পরিবেশের জন্য আজই ব্যবহার করুন DAFFODIL

HnExpress ৩রা মার্চ, ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ সম্প্রতি গোপন সোর্স মারফত খবর এসেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের দপ্তরে, যে কলকাতার বুকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের হাতবদল হবে। খবর পেয়েই, গত ১৬ই ফেব্রুয়ারি বিকেলবেলায় মানিকতলার ক্যানাল ওয়েস্ট রোডের পাশে পৌঁছে গিয়েছিল বিশেষ ভাবে সজ্জিত এসটিএফের টিম। এদিন সমস্ত অফিসারেরাই ছিলেন সাদা পোশাকে।

আসল অভিযুক্ত মাদকপাচারকারী, ফাইল চিত্র

বিকেল প্রায় ৪টে নাগাদ রাস্তায় দেখা মেলে একটি গাড়ির। সোর্স ইশারা করতেই সেই গাড়িকে আটকান এসটিএফের অফিসারেরা। শুরু হয় তল্লাশি। গাড়িতে এমনিতে কিছুই মেলেনি, শুধু দেখা যায় কয়েকটা আটার প্যাকেট। একদম ঠিকঠাক সিল করা, যেমন আটা-ময়দার প্যাকেট হয়। কিন্তু সেই প্যাকেটের মুখ খুলতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। দেখা গেল, আটার বদলে সবক’টি প্যাকেটেই ভরা রয়েছে নিষিদ্ধ মাদক।


So Emmy, Test Mein Best — “TWIT”

মোট ২.৫৪৫ কেজি হেরোইন। আন্তর্জাতিক চোরাবাজারে যার দাম প্রায় ১০ কোটি টাকার মত। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় গাড়িচালক তথা কুখ্যাত মাদক-পাচারকারী জসিমুদ্দিন মণ্ডলকে। জসিমুদ্দিন হলো নদীয়ার বাসিন্দা। সম্প্রতি কলকাতাতেও মাদক-ব্যবসার জাল পেতেছিল সে। ব্যবসা বেশ জমেও উঠছিল। কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতার জন্য শেষরক্ষা আর হল না।

মাদকদ্রব্য সহ আটক গাড়ি, ফাইল চিত্র

তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ।

Advertisements

Leave a Reply