আগামী ৩ জুন শিলিগুড়ি অগ্রগামী সংঘে শুরু হতে চলেছে এম এস ধোনি ক্রিকেট ক্লিনিক
Advertisements
HnExpress দেবাজিৎ দত্ত, শিলিগুড়ি ঃ আগামী ৩রা জুন থেকে ৯ই জুন শিলিগুড়ি অগ্রগামী সংঘে এম এস ধোনি ক্রিকেট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
এখানে ৬ বছর বয়স থেকে শুরু করে ১৯ বছর বয়স পর্যন্ত সবাই অংশগ্ৰহণ করবে। এনসিএ লেবেল থ্রি কোচিং, লেবেল টু কোচিং, টেকনিক্যাল, ডায়েটিং এবং ক্রিকেট খেলা সম্পর্কিত এক্সট্রা অনেক কিছুই এই ক্যাম্প থেকে শেখা যাবে।
সম্প্রতি এম এস ধোনি ক্রিকেট ক্লিনিকের নর্থবেঙ্গলের ম্যানেজার লোকোজিত দে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে প্রেস কনফারেন্স করে জানান, এই ক্লিনিকে কোচিং নিলে ছেলেমেয়েরা ভবিষ্যতে নিজেকে আরো ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারবে আশা করা যায়।
Advertisements