December 9, 2024
Img 20190125 Wa0047.jpg
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, ২৫ জানুয়ারি, কলকাতা : শুরু হয়ে গেছে বইমেলার প্রহর গোনা। বেশ কিছু ভাল বই প্রকাশিত হবে এই মেলায়। চলছে সেগুলির শেষ পর্যায়ের কাজে। কিছু বই সেজেগুজে তৈরি। এর মধ্যে রয়েছে একটি উল্লেখযোগ্য আত্মকথা।

ছোটনাগপুরের মালভূমি, তার আঁকাবাঁকা ঢেউ খেলানো সারি যেখানে ছুঁয়েছে বাংলার কোল- সেখানে শাল-মহুয়ার হাতছানি, মাদলে দ্রিমিদ্রিমি শব্দ। শান্তির নীড় জঙ্গল মহল। কলেজের ছাত্রদের হাতে-কলমে শেখাতে গিয়ে এই জঙ্গলমহলের প্রকৃতি আর তার বাসিন্দা আদিবাসী সাঁওতাল-লোধা আর কুর্মিদের আকর্ষণে বাঁধা পড়ে গেলেন অর্থনীতির এক অধ্যাপক। বন্ধুত্বের বাঁধনে তাঁকে বেঁধে ফেলল স্থানীয় বাসিন্দা গোপীনাথ মাহাত। তারপর তাকে নিয়ে চলল একের পর এক অভিযান।

এলাকার উন্নয়ন চাই। ডাইনি প্রথার উৎস খুঁজতে গিয়ে তিনি সস্ত্রীক বন্দি হলেন ঝাড়খণ্ডের জানগুরুর হাতে। উদ্ধার করল গোপীনাথ। এদিকে এই অনুন্নয়নকে হাতিয়ার করে একসময়ে জঙ্গলে ঢুকে পড়ল সশস্ত্র মাওবাদীরা। অধ্যাপক অবাক হয়ে দেখেন, তাঁর অর্থনীতির ক্লাসের লাজুক ছাত্রী বিচিত্রা জংলা পোশাক পরে কাঁধে রাইফেল নিয়ে বাইক দাপিয়ে জঙ্গলের ত্রাস হয়ে উঠেছে। তারই হাত ধরে অধ্যাপক পৌঁছলেন মাওবাদী নেতা কিষেণজির কাছে। হল তুমুল ঝগড়া।

এসব নানান বিষয় নিয়েই মেদিনীপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা সাংবাদিক কুমারেশ ঘোষ। বইমেলা শুরুর কয়েক দিন আগেই বইটি প্রকাশ পাচ্ছে। দে পাবলিকেশনস এর এই বইটি প্রকাশ করছেন বুদ্ধদেব গুহ, জঙ্গলের রোমান্টিকতাকে যিনি তারিয়ে তারিয়ে উপভোগ করতে শিখিয়েছেন বাঙালি পাঠককুলকে। অনুষ্ঠানটি হবে ২৮ জানুয়ারি সোমবার বিকেল চারটেয় কলকাতা প্রেস ক্লাবের এসি হলে। বইটি পাওয়া যাবে কলকাতা বইমেলায় দে পাবলিকেশসনসের ৪৪০ নম্বর স্টলে।

Advertisements

Leave a Reply