আগামীকাল সকাল আটটা থেকেই শুরু হচ্ছে ভোট গণনা
HnExpress পিনাকী রঞ্জন পাল, জলপাইগুড়ি, ২২ মে : মাহেন্দ্রক্ষণ সমাগত। প্রতীক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। সাত দফায় ভোট গ্রহণ শেষে আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা।
ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত জলপাইগুড়ি জেলা প্রশাসন। ইতিমধ্যে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে। কারন এবছর এই ক্যাম্পাসেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটগণনা করা হবে।
সুত্র অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৪টি ঘরে ১৫৮টি টেবিলে ১৮৬৫টি বুথের ইভিএম, ভিভিপ্যাট এবং পোস্টাল ব্যালট গোনা হবে।
আগামীকাল ভোট গণনার দিন ভোট গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারী থাকবে ১৪৪ ধারা। নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিস্তর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।