December 11, 2024

আগামীকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের

0
Received 321333168432138.jpeg
Advertisements

HnExpress মো: মনিরুজ্জামান, আমডাঙা : আগামী কাল শুক্রবার কেন্দ্রের মতো রাজ্য সরকারও ঘোষণা করলো দুপুর ২টোর পর সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ, সমস্ত রকম দপ্তর বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ থাকবে সমস্ত প্রশাসনিক ভবনও, বন্ধ থাকবে অফিস আদালত, বাতিল করা হলো সমস্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তবে এরাজ্যে C.B.S.E স্কুল গুলির জন্য আর আলাদা কোনো কিছু ঘোষণা করছে না রাজ্য সরকার,কারণ কেন্দ্র সরকার আগেই ছুটির কথা ঘোষণা করে দিয়েছে। তাই স্কুল গুলি সেই নিয়ম মেনেই চলবে, যেহেতু কেন্দ্র ৭দিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করেছে। তবে আগামীকাল সকালে লিখিতভাবে জানানো হবে এ রাজ্যের নবান্ন থেকে ছুটির নোটিশ, এমনটাই ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Leave a Reply