অসুস্থ মা’কে সুস্থ করতে হাসপাতালে ভিক্ষা করতে শুরু করেছে ৬ বছরের মেয়ে
HnExpress রূপা বিশ্বাস ঃ অসুস্থ মা’কে সুস্থ করতে হাসপাতালের এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে ঘুরে ঘুরে ভিক্ষা করছে একটি ৬ বছরের মেয়ে। ভাগ্যশ্রী নামের ওই মেয়েটি গত এক সপ্তাহ ধরে অসুস্থ মায়ের খাবার এবং ওষুধের জোগান দিতে ভিক্ষা করছে বলে জানা গেছে। কর্নাটকের কোপ্পাল জেলার অন্তর্গত কারাতাগি সিদ্দাপুরায়ের বাসিন্দা ভাগ্যশ্রী ও তাঁর মা দূর্গামা। বেশ কয়েক বছর আগে থেকেই পানাসক্ত রোগে আক্রান্ত হয়েছিলেন দূর্গামা। এই রোগের কারনে তিঁনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে উঠে দাড়ানোর ক্ষমতা টুকুও ছিলনা তাঁর।
অবশেষে অসুস্থ দূর্গামাকে তাঁরই প্রতিবেশীরা কোনোরকমে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসেন। ভাগ্যশ্রী হাসপাতালের মধ্যে ভিক্ষা করতে থাকা অবস্হায় কিছু সাংবাদিক প্রতিনিধিদের চোখে পড়ে যায়। যখন তাঁকে জিজ্ঞেস করা হয় কেন সে ভিক্ষা করছে? তখন সে বলে, “আমার বাবা নেই। আমার মা এই হাসপাতালে অসুস্থ হয়ে আছে। আমার মা’কে ভাল করে তুলতে অনেক টাকা লাগবে কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তাই মা’কে খাওয়ানোর জন্য আমি ভিক্ষা করি। শুধু তাই নয় অসুস্থ মা’য়ের কাপড়ও পরিষ্কার করে দেয় এই ৬ বছরের শিশুটি।
দূর্গামার প্রতিবেশীরা জানান, অনেকদিন আগে থেকেই পানাসক্তির জন্য বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন দূর্গামা। আর এই রোগের জন্যই ভাগ্যশ্রীর বাবা দূর্গামাকে ছেড়ে চলে যান এবং আর একটি মহিলাকে বিয়ে করেন। এই ঘটনা হাসপাতালের কর্তৃপক্ষের কানে পৌছয়। সেখান থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে জানানো হয় বিষয়টি। সেখান থেকে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের কাছে নির্দেশ আসে। নির্দেশে বলা হয়, খুব ভাল ভাবে চিকিৎসা করে যেন দূর্গামাকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং ভাগ্যশ্রীকে বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়।