অসহ্যকর ও তীব্র দাবদাহের পর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রাপ্ত একটু স্বস্তির বৃষ্টি
HnExpress জয় গুহ, ওয়েদার রিপোর্ট ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবি ও সোমবার কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ব্জ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। এর ফলে অস্বস্তির হাত থেকে সামান্য হলেও রেহাই মিলতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করছে হাওয়া অফিস। তীব্র দাবদাহের অন্তহীন জ্বালার ও অস্বস্তির হাত থেকে রেহাই, তাপ ও ভ্যাপসা গরমের পর স্বস্তির আশ্বাস আবহাওয়া দফতরের।
রবিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। যার ফলে তাপমাত্রার পারদ কিছুটা কমচ্ছে।
শনিবার শহরে তাপমাত্রার পারদ ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। তবে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তির হাত থেকে রেহাই পায়নি শহরবাসী। তবে এই অসহনীয় তাপ ও ভ্যাপসা গরমের পর একটু অনাবিল স্বস্তির আশ্বাস হাওয়া অফিসের।
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। তাপমাত্রা যত বাড়ে, মৌসুমি বাতাসের প্রবাহ জোরালো হওয়ার পক্ষে অনুকূল। ফলে এক কথায় এই গরম বর্ষার জন্য আশীর্বাদই বলা চলে। আর সেই বর্ষা এখন চার দিনের মধ্যে কেরালায় ঢোকার আশা দেখাচ্ছে বলেই সুত্রের খবর। সবার চোখ এখন শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা ৬ই জুনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে।