বেড়াতে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় আত্মঘাতী কলেজ ছাত্রী
HnExpress সুদীপ ঘোষ, নদীয়া ঃ টাকা চেয়ে না পাওয়াই আত্মঘাতী এক কলেজ ছাত্রী।শুক্রবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করলো নাদন ঘাট থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম পূর্ণিমা মন্ডল। বয়স১৯। বাড়ি পূর্বস্থলীর বিদ্যানগরে।
সুত্রের খবরে জানা গিয়েছে যে, সে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করত। তবে বেশ কয়েকদিন আগে পূর্ণিমা তাঁর মাকে জানায় যে বন্ধুদের সাথে সে নাকি কোথাও বেড়াতে যাবে। আর তাই তার তিন হাজার টাকার প্রয়োজন। আর এই টাকার জন্য সে তাঁর মা ও পরিবারকে ভিষণ রকম প্রেসার দেয়। তবে পরিবারের লোকজন জানায় যে, সে হঠাৎ এভাবে কাদের সাথে বেড়াতে যাবে সে কথা জানাতে চাওয়ায় সেটা বলতে নারাজ পূর্ণিমা। এই নিয়েই বাড়িতে চরম অশান্তির সুত্রপাত ঘটে।
এর ফলে সে কয়েকদিন আগে হাতের শিরা কেটে প্রথম আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্ত তাতে অসফল হওয়ায় কোনরকমে প্রাণে বেছে যায় সে। এরপর ফের বৃহস্পতিবার রাতে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। এদিকে তাঁর মায়ের বক্তব্য যে, তিনি পেশায় দিনমজুরের কাজ করেন। তার পক্ষে মেয়ের পড়াশোনা চালিয়ে আবার তাঁর শখ পূরণের জন্য একসাথে তিন হাজার টাকা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তবুও তিনি বলেছিলেন কাদের সাথে বেড়াতে যাচ্ছিস? যে কথার কোন উওর দিতে পারেনি মেয়ে। এই নিয়েই চলতে থাকে বিবাদ, যার শেষ পরিণতি অকালমৃত্যু।