April 27, 2025

“বামেদের মতো অধীর এর আমডাঙ্গা অভিযান আটকালো পুলিশ”

0
Advertisements

HnExpress মো: মনিরুজ্জামান, আমডাঙ্গা : আজ অধির চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি দল আমডাঙ্গার উদ্দেশে রওনা দেয়। কিন্তু প্রত্যাশা মতো তাদেরকে আমডাঙ্গা আসার আগেই সন্তোষপুর মোড়ে আটকে দেওয়া হয়।আইনের দোহাই দিয়ে অধিরকে আটকানো হয়। এরপর কংগ্রেস কর্মীদের সাথে বচসা বাঁধে পুলিশ কর্মীদের। কিঞ্চিৎ ধস্তাধস্তিও হয়। এরপর অগত্যা তারা অধীরের নেতৃত্বে সন্তোষপুর মোড়ে পথসভা করে। তৃণমূলের বিরুদ্ধে অধির তার ক্ষোভ উগরে দেন, বলেন বাংলা আবার পরাধীন হলো।

নানা রকম ভাবে তৃণমূল বাংলা টাকে লুটছে। মুখ্যমন্ত্রী কুড়ি চাকার গাড়ি নিষিদ্ধ করেছেন, তারপর একে একে চার চাকা ও পরে একচাকাও নিষিদ্ধ করবেন। পশ্চিম বঙ্গের জনগণকে এরপর গরুর গাড়িতে চলতে হবে। তাঁর আরো যুক্তি, আগামী ২০১৯ সালে ওঁর পরিবর্তন আসবে। পুলিশের বিরুদ্ধে এদিন অধির বলেন, যুবরাজকে পুলিশ যেতে দেন কিন্তু বিরোধীদের জন্য অন্য নিয়ম এ রাজ্যে।এক ঘণ্টার এই সভায় যান চলাচল অবিন্যস্ত হয়ে পড়ে ৩৪নং জাতীয় সড়কে।

Advertisements

Leave a Reply