অকালে ঝরে গেল ১৬ বছরের এক নাবালিকা নববধূ
HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ “নেই আজ তোমার সেই ভারতমাতা সাজার অমলিন সাজখানি। তুমি যে বিলীন হয়ে গিয়েছ চিরতরে” । পরিবারের অমতে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে করেও করুন পরিণতি হল মাত্র ১৬ বছরের এক তরুণী গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বিলাশগড় থানার অন্তর্গত ব্রজপুরে। সমাজে বাল্যবিবাহের করুণ পরিণতি বোধহয় এমনই হয়। তাই অকালে ঝরে গেল ১৬ বছরের এক নাবালিকা নববধূ।
অনামিকা দেবনাথ। যে বয়সে স্কুলের বান্ধবীদের সঙ্গে হাসি ঠাট্টা করার কথা সেই বয়সে সংসারের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য বহন করতে গিয়ে হতে হল কঠিন বাস্তবের মুখোমুখি। ভালোলাগা, ভালোবাসা, অভিভাবকদের খামখেয়ালী, পুলিশ- প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিয়ের পিঁড়িতে বসা। সবই তো ঠিক ছিল।
কিন্তু হটাৎ এমন কি ঘটল যে বাকিটা ইতিহাস হয়ে রইল? তবে এখনো সেই ইতিহাসের ইতি বৃত্তান্তের খোঁজ মেলেনি। সুত্র অনুযায়ী শুধু জানা গেছে, কাল দুপুরে শ্বশুর বাড়িতে গলায় ফাঁসি দিয়ে চিরবিদায় নিল ফুটফুটে এক নাবালিকা গৃহবধূ। কিন্তু আদৌ এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াসা।
ছবি ও তথ্যসূত্র ঃ সোস্যাল মিডিয়া।