বিশ্ব মানবাধিকার দিবস পালন করল International Human Rights Against Crime নামক সংগঠন

0

HnExpress ১২ই ডিসেম্বর, সুমন্ত দাস, কলকাতা ঃ ১০ই ডিসেম্বর সারা বিশ্ব তথা দেশ জুড়ে পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তাই এই দিনটিকে স্মরণে রেখে গত ১০ই ডিসেম্বর অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার বা International Human Rights Against Crime সংগঠনের পক্ষ থেকে একটি ছোট্ট অথচ সুন্দর অনুষ্ঠান উপস্থাপিত করা হয় মুন্সীর হাট সংলগ্ন পথসাথী সরকারি অতিথি শালায়। বর্তমানে করোনা আবহে সমস্ত রকম করোনা বিধি মেনেই ও স্ক্রিনিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ছাড়পত্র দেওয়া হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার ধারা, সহ সম্পাদক অরুন কুমার দাস, রাজ‍্যের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শেখ সোলেমান এবং আরো অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এছাড়াও এই অনুষ্ঠানে পূর্ব মেদেনীপুর জেলার কোলাঘাট থেকে আগত বহু মানুষও উপস্থিত ছিলেন। কোলাঘাট থেকে আগত এক প্রতিনিধি নারায়ন চন্দ্র মাকড় বলেন যে, মানবাধিকার হল মানুষের জন্মগত অধিকার। আর সেটা রক্ষা করাই হলো আমাদের মূল কাজ।

অন্যদিকে মানবাধিকার কর্মী সুজিত পাল বলেন, মানবাধিকার হল কতকগুলি সংবিধিবদ্ধ নিয়মের সমষ্টি মাত্র। মদিনা সনদ্, ম‍্যাগনা কাটা, পিটিশন ওফ রাইটস, বিল ওফ রাইটস ইত্যাদি নানা অধিবেশনে সিদ্ধান্তের পর ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর ৫৬টি দেশের মধ‍্যে ৪৮টি খসড়ার পক্ষে ভোটদান করে। ৮টি দেশ ভোট দানে বিরত ছিল। যদিও ভারতে মানবাধিকার আইন চালু হয় ১৯৯৩ সালের ২৮শে সেপ্টেম্বর। এদিন এই অনুষ্ঠানে শুভ সূচনায় সংবিধান প্রনেতা ডাঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্য দান করে মানবজাতির অধিকার রক্ষার শপথ গ্রহণ করেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply