January 23, 2025

এখনও অধরা জিনাত : জঙ্গলে বাঘিনীর ভয়ে বন্ধ কাঠ সংগ্রহ, জীবিকার চিন্তায় গ্রামবাসীরা

0
Advertisements

ঝাড়খণ্ড পেরিয়ে ঝাড়গ্রাম পরে পুরুলিয়ার বনাঞ্চলে ঘাপটি মেরে থাকা জিনাতকে ধরতে ডাকা হল সু্ন্দরবনের ব্যাঘ্র বিশেষজ্ঞদের।

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, পুরুলিয়া : পুরুলিয়ায় (Purulia) আতংক ছড়িয়ে পড়ছে এক বাঘিনীর আগমনে। উড়িষ্যার সিমলিপাল জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে জিনাত ঢোকার পর প্রায় ৪৮ ঘন্টা পার হয়ে গেছে, এখনও অব্দি কোনো খোঁজ পাওয়া যায়নি বাঘিনীটির। বিভিন্ন জায়গায় টোপ ফেলে জাল পাতা থাকলেও কোনো লাভ হয়েনি এখনও। পাতা জালে পা রাখেনি চালাক জিনাত (Zeenat)।

তবে রাইকা পাহাড়ের পশ্চিম প্রান্তে রাখা একটি খাঁচার দূরে সোমবার স্পষ্টত বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে বলে জানিয়েছে বন দপ্তর (Forest Office)।সোমবার ভোরে GPS ট্র‍্যাকারে পাওয়া শেষ তথ্য অনুযায়ী রাইকা পাহাড়ের জঙ্গলেই অবস্থান করছে বাঘিনী জিনাত (Zeenat)। কিন্তু কোনো ভাবেই তাকে আয়ত্বে আনা সম্ভব না হলেও হাল ছাড়েনি বন দপ্তরের আধিকারিকরা।

আজ সর্বশেষ পাওয়া খবরের সুত্র অনুযায়ী, অবশেষে মিললো আধ খাওয়া একটি ছাগলের দেহাংশ। একেই কি টোপ হিসেবে রাখা হয়ে ছিল জিনাতকে ধরার জন্য? কিন্তু এখনও ধরা পরেনি জঙ্গলের ত্রাস বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ার (Purulia, Bandua) রাইকা পাহাড়ের জঙ্গলে চলছে জোর তল্লাশী। হটাৎ জিনাতের আবির্ভাবে আতংকে ভুগছেন গ্রামবাসী, বন্ধ কাঠ সংগ্রহ, ফলে বেহাল জীবিকা নির্বাহ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, রবিবার ভোর থেকেই জঙ্গলে ঘাঁটি গেড়েছে ওড়িশার সিমলিপাল থেকে আসা বাঘিনী জিনাত। স্থানীয় রাহামদা গ্রামের (Rahamda village) বাসিন্দারা জানান, সোমবার বিকেল নাগাদ ৬টি ছাগল চড়তে যায়, সেখান থেকেই একটি ছাগল নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে গ্রাম লাগোয়া জঙ্গলের পথে সেই ছাগলেরই দেহাবশেষ দেখতে পান কিছু গ্রামবাসী। বন্ধ রুজিরুটি, আতংকে দিন কাটাচ্ছে অরণ্যবাসী।

Advertisements

Leave a Reply