রাজ্য জুড়ে এবার জাঁকিয়ে বসতে চলেছে শীত, উত্তর থেকে দক্ষিনে নামছে তাপমাত্রা

0

HnExpress ১৭ই ডিসেম্বর, অরুণ কুমার, ওয়েদার রিপোর্ট ঃ রাজ্য জুড়ে এবার জাঁকিয়ে বসতে চলেছে শীত, উত্তর থেকে দক্ষিনে নামছে তাপমাত্রা। যখন একদিকে রাজনৈতিক আবহাওয়ায় শাসক ও বিরোধী দলের মধ্যে ক্রমশ উত্তপ্ত হতে আরম্ভ করেছে, ঠিক তখনই অপর দিকে রাজ্য জুড়ে আবার প্রচন্ড ভাবে জাঁকিয়ে বসতে চলেছে শীতের দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল শুক্রবার, রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এ রাজ্যে। রাতের তাপমাত্রা নামবে হু হু করে।

সপ্তাহান্তে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা রয়েছে। আগামী শনি থেকে মঙ্গল রাজ্য জুড়ে জাঁকিয়ে বসবে শীতের প্রভাব।
এদিন শুক্রবার কলকাতায় সকালে সামান্য কুয়াশার পরে পরিষ্কার থাকবে আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে, ১৭.২ ডিগ্রী ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে, ২৭.৬ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশা থাকবে। যদিও পরে আকাশ পরিষ্কার হলেও কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই শৈত্য প্রবাহ উত্তরের জেলাগুলিতেও যথেষ্ট প্রভাব বিস্তার করবে বলে মৌসম বিভাগ জানিয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে।

মধ্য ভারতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। দিল্লি, পাঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু অংশে জারি হয়েছে শৈত্য প্রবাহের সর্তকতা। হাওয়া অফিস সুত্রের খবর, উত্তর-পশ্চিম ভারতের এই শীতল হাওয়া বাংলায় জাঁকিয়ে বসে শীতের সম্ভাবনাকে তৈরি করবে। অর্থাৎ বাংলায় এবারে জমিয়ে ঠান্ডার প্রভাব পড়তে চলেছে।

আবার অন্যদিকে, দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, লাক্ষাদ্বীপে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও শীতের এই আগমনের ফলে রাজ্যের মানুষের মনে ইতিমধ্যেই অন্য আশঙ্কা তৈরি হচ্ছে, তা হল করোনা মহামারী প্রকোপ। যার ফল স্বরূপ কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে সংক্রমণের হার বলে বিভিন্ন মহলের ধারণা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply