September 8, 2024

সুপার সিক্সের আশা জিইয়ে রাখল সাদা কালো শিবির

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা : শেষ পর্যন্ত সুপার সিক্সে খেলার আশা জিইয়ে রাখল সাদা কালো শিবির, মানে মহমেডান স্পোটিং ক্লাব (mohammeddan sporting club)। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল পাঠচক্রের সঙ্গে। মহমেডান ২-১ গোলে পাঠচক্রকে হারিয়ে স্বস্তি পেলো। সুপার সিক্সে খেলবার আশায় পরের খেলাগুলিতে নতুন উদ্যমে খেলবে দল বলে বিশ্বাস। এদিন খেলার শুরু থেকে লিগ টেবিলে তলানিতে থাকা পাঠচক্রের রক্ষণভাগে হানা দিতে থাকে সাদা কালো ব্রিগেড। আক্রমনে চাপে পড়ে যায় পাঠচক্র। খেলার ২১মিনিটে মহমেডানের হয়ে ইসরাফিল গোল করে দলকে এগিয়ে দেন। খেলার প্রথম পর্বে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয় পর্বে ছক বদল করে পাঠচক্র আক্রমণ গড়ে তোলে। ৪৮ মিনিটে পাঠচক্র পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি থেকে দেবাশিস হালদার গোল করে সমতা ফেরান। তারপরে মহামেডান (mohammedan) গোল করবার জন্যে আক্রমণ জোরদার করতে থাকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। খেলার ৮৭ মিনিটে সাদা কালো শিবিরের জেমস সিং লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। তারপর থেকে দশজনে খেলতে হয় মহামেডানকে। রেফারি দ্বিতীয় পর্বে সংযুক্ত সময় দেন ১৪ মিনিট। সাদা কালো শিবিরের ফুটবলাররা গোল করবার জন্যে আক্রমনে গতি বাড়াতে থাকেন। মহামেডান স্পোটিং ৯৩ মিনিটের মাথায় পেনাল্টি পায়। পেনাল্টি থেকে মহিতোষ রায় গোল করে জয় নিশ্চিত করেন।

Advertisements

Leave a Reply