চলতি মাসে কোন্ কোন্ রাজ্যে রয়েছে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা, দেখুন এক নজরে
HnExpress ওয়েদার রিপোর্ট : গতকাল ছিল দোলযাত্রা, আর আজ হোলি উৎসব, যা এবার বেশ উষ্ণতায় ভরপুর ছিল। বুধবারও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের পারদ থাকবে বেশ ঊর্ধ্বমুখী। ফলে গলদঘর্ম অবস্থা হবে হোলির দিনও। কিন্তু, উৎসব মিটতে না মিটতেই এই দাবদাহের জ্বালা থেকে সাময়িক স্বস্তি মিলবে রাজ্যবাসীর। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
যদিও আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে লু বইবারও সম্ভাবনা আছে। IMD এর পূর্বাভাস অনুযায়ি, দেশের বেশকিছু রাজ্যে হোলির মেজাজ থাকলেও আবহাওয়ার মুড কিন্তু খারাপের দিকে৷ বুধবার মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঝাড়খণ্ডেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে, সেখানেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
৯ই মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবারে বৃষ্টি হতে পারে বীরভূমেও। ফলে তাপমাত্রা জনিত অস্বস্তি থেকে খানিকটা হলেও স্বস্তি পাবে রাজ্যবাসী। তবে কেবলমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটাই ছিল সাম্প্রতিক অতীতের উষ্ণতম ফেব্রুয়ারি। চলতি মরশুমে মার্চেও তাপমাত্রার পারদ রেকর্ড ভাঙবে। পশ্চিম ভারতের যেভাবে লু চলে সেভাবেই শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। ১১ই মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।
আবহাওয়া সংস্থা স্কাইমেট ওয়েদারের আপডেট অনুসারে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিম ঝঞ্ঝার প্রভাব পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকা গুলিকে প্রভাবিত করতে পারে। একটি ঘূর্ণিঝড় দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন এলাকায় প্রভাব বিস্তার করবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে, পশ্চিম হিমালয়ের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে।
পশ্চিম হিমালয় এবং সিকিমের কিছু অংশেও তুষারপাত হতে পারে। রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে এক বা দুই জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর কিছু জায়গাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রবল ঝোড়ো বাতাস বইবে, সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দিল্লির আকাশেও চলবে রৌদ্র মেঘের খেলা। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। হোলি উপলক্ষ্যে কোটা, জয়পুরের কিছু অংশ, আহমেদাবাদ, পুনে, নাসিক, নাগপুর, ভোপাল এবং ইন্দোরে আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।