November 7, 2024

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার ভাষণে কোন ৯টি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন? আসুন জেনে নিই

0
Advertisements

HnExpress ২০শে মার্চ, নিজস্ব প্রতিনিধি, দিল্লি ঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আজ জাতির উদ্দেশ্যে ‘India Fights Corona’ বিষয় তার ভাষণে কোন ৯টি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন? আসুন জেনে নেওয়া যাক এক নজরে ঃ

১] প্রতিটি ভারতবাসীকে সর্বদা সতর্ক ও সজাগ থাকতে হবে। খুব দরকার না থাকলে বাড়ির বাইরে যাওয়া এড়িয়ে চলুন।

২] ১০ বছরের নিম্নে ও ৬০ বছরের বেশি বয়সী মানুষেরা বাড়িতে থাকুন।

৩] রবিবার, ২২শে মার্চ ২০২০ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত জনতা কারফিউ যথাযথভাবে পালন করুন নিজের নিজের স্বার্থে।

৪] ২২শে মার্চ, ২০২০ জনতা কারফিউয়ের দিন, ভারতবাসীকে সুস্থ রাখতে যারা অবিরাম কাজ করে চলেছেন (যেমন চিকিৎসক, নার্স, আয়া, সাফাই কর্মী, প্যারামেডিক্যাল কর্মী, পৌরসভার কর্মী, মিডিয়াকর্মী, সশস্ত্র বাহিনী, বিমানবন্দর কর্মী প্রমুখ) তাদের প্রতি বাড়িতে বসেই কৃতজ্ঞতা প্রকাশ করুন হাততালি বা থালা-ঘন্টা বাজিয়ে।

 

5] শুধুমাত্র রুটিন চেকআপের জন্য হাসপাতালে যাওয়া এড়িয়ে চলুন। যদি কোনও অপারেশন স্থগিত করা যায় তবে দয়া করে সেটি করুন।

6] অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কোভিড-১৯ অর্থনৈতিক টাস্কফোর্স গঠন করা হয়েছে।

7] সাপোর্ট স্টাফ, ড্রাইভার, মালি, যারা আপনার বাড়িতে কাজ করছেন এই সময় তারা না এলে তাদের মজুরি কাটাবেন না।

৮] আতঙ্কিত হবেন না। ভারতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং রেশন সরবরাহ রয়েছে। তাই আগে থেকে রেশন স্টক করে রাখার দরকার নেই।

৯] অবশেষে তিনি বললেন, যেকোনো ধরনের গুজব থেকে দূরে থাকুন। এবং তাঁর বার্তা,”ভিড় থেকে বাঁচুন। ঘরের বাইরে যাবেন না। আপনারা ভাবছেন, ঠিক আছি, আমার কিছু হবে না। বাজারে ঘুরবেন, রাস্তায় যাবেন। এভাবে ভাবছেন করোনা থেকে বাঁচবেন! এটা ঠিক নয়। নিজের সঙ্গে ও প্রিয়জনের সঙ্গে অবিচার করে ফেলবেন। এজন্য সকল দেশবাসীকে অনুরোধ আরও কয়েক সপ্তাহ জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না।”

 

Advertisements

Leave a Reply