ঝাড়গ্রামের মাওবাদী পোস্টারে হুশিয়ারি তৃণমূল নেতাদের

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ঃ দিনের পর দিন রাজ্যে মাওবাদীদের আনাগোনা যেন বেড়েই চলেছে। এবার তৃণমূলের রাজনৈতিক স্লোগান দেখা গেল মাওবাদী পোস্টারেও! ঝাড়গ্রামের দুটি জায়গায় শনিবার সকালে উদ্ধার হওয়া পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। যদিও পোস্টারগুলি মাওবাদীদেরই কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পোস্টারে লেখা বয়ানে বিস্মিত আমজনতা থেকে পুলিশ প্রসাশন।

শনিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া ফাঁড়ির রামকৃষ্ণ বাজারের সরডিহা স্টেশন সংলগ্ন একটি দেওয়ালে মাওবাদীদের নামে দুটি পোস্টার পড়েছে। ওই পোষ্টারে ‘কিষেণজি অমর রহে’ বলে উল্লেখ করে ‘খেলা হবে’ বার্তা দেওয়া। পোস্টারে আরও লেখা আছে, ‘এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদি খেলবে তৃণমূল নেতাদের সাথে।’ অর্থাত্‍ তৃণমূলের স্লোগানেই তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিচ্ছে মাওবাদীরা।



যদিও পোস্টারগুলি আদৌ মাওবাদীদের কি না, তা নিয়ে পুলিশের সংশয় রয়েছে। একাংশের মত, সাধারণত মাওবাদীদের পোস্টারের নিচে লেখা থাকে, সিপিআই (মাওবাদী)। কিন্তু এই পোস্টারে তা নেই। আবার ‘মাওবাদি’ বানানও ভুল, লেখা আছে। পুলিশের ধারণা, ব্যক্তিগত স্বার্থের জন্যই এই ধরনের পোস্টার দিয়েছে কোনো সুযোগ সন্ধানী। তবে বিষয়টি নিয়ে এখনও ঝাড়গ্রামের পুলিশ সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply