January 23, 2025

বিধাননগরে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইস্পাত’

0
Advertisements

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : বিধাননগরের (Bidhan Nagar) বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইস্পাত’, বিধাননগর জাতীয় মহিলা নাট্যোৎসব কমিটি। সুদূর অতীতে এই রকম প্রয়াস হয়েছে বলে মনে পরে না। ইস্পাত এর সম্পাদক জানান, নাট্যচর্চায় উৎসাহ দিতে এবং বিশেষ করে মহিলাদেরকে আরও সচেষ্ট হওয়ার স্বার্থে এই প্রচেষ্টা আমরা শুরু করলাম। প্রথম বছর এই রকম একটা প্রচেষ্টা করতে সত্যিই খানিকটা চিন্তায় ছিলাম। পুরো মহিলাদের নাটকের দল পাওয়া সত্যিই খুব কঠিন কাজ ছিলো।

কিন্তু সকলের উৎসাহ ও উদ্দীপনা আমাদের সাহস যুগিয়েছে আগামী দিনেও কাজ করে যাওয়ার জন্য। ২৫ থেকে  ২৯ ডিসেম্বরে ৫ দিনে মোট ১৪ নাটকের দল ও ১০ টি নাটকের গান এর দল অংশগ্রহণ করে। উৎসব এর শুভ উদ্বোধন করেন প্রবীণ নাট্য অভিনেত্রী অলোকা গাঙ্গুলী, ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহ অধিকর্তা তাপস সামন্ত রায়, ইস্পাতের উপদেষ্টা সুব্রত ঘোষ প্রমুখ। অলোকা গাঙ্গুলি বলেন আগে এরকম অনুষ্ঠান খুব হতো। এখন এই প্রচেষ্টা প্রায় কমে এসেছে। আমাদের এই কাজ চালিয়ে যেতে হবে।

EZCC-র সহ অধিকর্তা তাপস সামন্ত রায় জানান EZCC চায় এই রকম নাট্যাৎসব আরোও বেশি করে হোক। EZCC সবসময় পাশে থাকবে। বিধাননগর পৌর নিগম এর চেয়ারম্যান সব্যসাচী দত্ত শুভেচ্ছা বার্তাতে বলেন, এই রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী সচেতনতার ক্ষেত্রে তা ভীষন দরকার। নারীরাই পারেন এক সুস্থ সামাজ গড়ে তুলতে। ইস্পাতের উপদেষ্টা সুব্রত ঘোষ বলেন, ইস্পাত যে প্রচেষ্টা করে তা দীর্ঘদিন চলিয়ে যাবার চেষ্টা করে। নাটকের নানা আঙ্গিক তুলে ধরা হয়েছে এই নাট্যোৎসব এর মধ্যে দিয়ে।

সুদূর শিলিগুড়ি, আগরপাড়া, বেহালা, কাঁচড়াপাড়া, সোনারপুর এবং বিধাননগর এর বিভিন্ন নাটকের দল তাদের নাটক পরিবেশন করেন।
এছাড়াও ছিলো বিভিন্ন গানের দল যারা নাটকে ব্যবহৃত নাটকের গান পরিবেশন করেন। রবিঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নাটকের গান পরিবেশন করা হয়। এছাড়াও ছিলো ঢেউ, কলকাতা যোগসূত্র, রামধনু, মেঘমল্লার, অমরা নাটুকে ও স্বতন্ত্র।

নাটকের গান পরিবেশন করেন ছায়ানট, রাম্যানি, গোধূলী আলো, কালাপী, আনন্দম, অদ্বিতীয়া, স্পন্দন, আহমণি, বাহার সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সকলকে সম্মানিত করা হয়। এই ৫ দিন EZCC রঙ্গমঞ্চ ভরে ছিলো নাটক ও গানে এবং সকলে এক আনন্দ সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন। আগামী দিনে আরো বড় আয়োজনের কথা ভাবছেন ইস্পাতের সম্পাদক রীতেশ বসাক।

Advertisements

Leave a Reply