কোপা ফুটবলে শেষ আটে ভেনেজুয়েলা ও ইকুয়েডর
HnExpress শিখা দেব, কলকাতা ঃ কোপা আমেরিকা ফুটবল (Copa America football) এখন বেশ জমে উঠেছে। নক আউট পর্যায়ের খেলায় একে অপরকে টেক্কা দিতে লড়াই চলছে জোরদার। সোমবার ভেনেজুয়েলা দুরন্ত ফুটবল খেলে কোনও পাত্তাই দিল না জামাইকাকে (Jamaica)। জয় পেলো ৩-০ গোলের ব্যবধানে ভেনেজুয়েলা। গোল করেন ই বেলো, এস রন্ডন এবং ই রাফ্রেজ। এই জয়ে শেষ আট দলে খেলবার পথ পরিষ্কার করে নিল।
অন্য ম্যাচে ইকুইয়েডর গোল শূন্যভাবে খেলা শেষ করল মেক্সিকোর সঙ্গে। ইকুয়েডর শেষ আটে পৌঁছে গেলো। আবার ইউরো কাপে (Euro cup) শেষ আটে চলে গেলো স্পেন। স্পেন ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়ে দিয়েছে। স্পেনের হয়ে গোল করেন রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। জর্জিয়ার গোলটি আসে আত্মঘাতীতে। স্পেনকে (Spain) শেষ আটে খেলতে হবে জার্মানির সঙ্গে।