January 23, 2025

মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে ভারতের একাংশে বন্ধ করা হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ : দেশ জুড়ে হইচই ফেলে যাত্রা শুরু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। কিন্তু যাত্রার পাঁচ মাসের মধ্যেই বন্ধ হয়ে গেলো সেই দেশীয় প্রযুক্তিতে তৈরি  সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় রেলের একটি রুটে আপাতত বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ থাকবে বলে জানিয়ে দিলেন ভারতীয় রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের বিলাসপুর-নাগপুর রুটে বন্দে ভারত আপাতত চলবে না। বদলে ওই রুটের যাত্রীদের পরিষেবা দেবে ভারতীয় রেলের আর এক দ্রুতগামী ট্রেন তেজস এক্সপ্রেস। কেন হটাৎ এই সিদ্ধান্ত! তা বিশদে সরকারি ভাবে না জানালেও রেল সূত্রের খবর, যাত্রীদের আগ্রহের অভাবেই আপাতত বন্ধ করে দিতে হল বন্দে ভারত।



ট্রেনের ভাড়ার অঙ্কটি যথেষ্ট চড়া হওয়ায় প্রথম দিন থেকেই বন্দে ভারত নিয়ে যাত্রীদের মধ্যে দেখা গেছিলো অনীহা। পরে ট্রেনটি পুরোদমে চালু হওয়ার পর এক দিনও বন্দে ভারতের মোট আসনের ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি। এ দিকে ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত চালানোর খরচও কিন্তু বিস্তর। ফলে সব দিক বিচার বিবেচনা করেই মহারাষ্ট্রের ওই রুটে আপাতত বন্দে ভারত এক্সপ্রেস চালানো বন্ধ করা হয়েছে বলে বিশেষ সূত্রের খবর।

Advertisements

Leave a Reply