কোপার শেষ আটে উরুগুয়ে
HnExpress শিখা দেব, কলকাতা ঃ কোপা আমেরিকা ফুটবল এখন জমজমাট। সুয়ারেজের উরুগুয়ে (Uruguay) একেবারে দুরমুশ করে দিল বলিভিয়াকে। উরুগুয়ে ৫-০ গোলে বলিভিয়াকে উড়িয়ে দিয়ে শেষ আটে খেলবার ছাড়পত্র পেয়ে গেলো। প্রথম ম্যাচে পানামাকে হারিয়ে ছিল উরুগুয়ে। শুক্রবারের ম্যাচে লুইস সুয়ারেজ প্রথম একাদশে ছিলেন না। তবুও উরুগুয়ের ফুটবলাররা খেলার শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকেন। সেই অর্থে প্রতিপক্ষ দল কোনও দিশা খুঁজে পায়নি।
খেলার ৮ মিনিটে পেলিস্ত্রী গোল করে দলকে এগিয়ে দেন। দলের দ্বিতীয় গোলটি অ্যাসে ডারউইনের পা থেকে ২১মিনিটের মাথায়। প্রথম পর্বে আর গোল হয় নি। দ্বিতীয় পর্বে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সুয়ারেজ (Suarez)। খেলার চেহারা বদলে যায়। ৭৭ মিনিটে ম্যাক্সি মিলিয়ানো গোল করে ৩-০ করেন। খেলার গতি পরিবর্তন করে উরুগুয়ে আবার গোল পেয়ে যায়। এবারের গোলদাতা ভালভার্দে। গোলটি আসে ৮১ মিনিটে।
৮৯ মিনিটে রড্রিগো (Rodrigo) গোলে ৫-০ ব্যবধানে ম্যাচ জিতে উরুগুয়ে খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে গেলো। অন্য ম্যাচে আমেরিকা হেরে গেলো ১-২ গোলে পানামার কাছে। আমেরিকা প্রথমে এগিয়ে ছিল ফোলারিনের গোলে। পানামার হয়ে গোল দুটি করেন সিজার ও জোস। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে চলে ইংল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মার ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত।