অবিশ্বাস্য জয় লাল হলুদ ব্রিগেডের
HnExpress শিখা দেব, কলকাতা ঃ এক অভাবনীয় জয়ের সাক্ষী হয়ে রইল যুব ভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati Stadium)। দুই গোলেও যে পিছিয়ে থেকে ম্যাচ জেতা যায় তার নাম ইস্টবেঙ্গল (East Bengal)। অবিশ্বাস্য জয় তুলে নিল ইষ্টবেঙ্গল ৪-২ গোলে পাঞ্জাব এফ সিকে (Punjab FC) হারিয়ে। খেলার প্রথম পর্বে আসমীর আর ভিদালের গোলে ২-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফ সি।
পিছিয়ে থাকা ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো মোক্ষম চাল দিলেন নাওরেমকে বসিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই পি ভি বিষ্ণুকে (P V Bishnu) নামিয়ে। খেলার চেহারা বদলে গেল। মাত্র ২০ মিনিটের ঝড়ে পাঞ্জাব লন্ডভন্ড হয়ে গেল। প্রথমে হিজাজির গোলে ব্যবধান কমে। তারপরে পি ভি বিষ্ণুর গোলে সমতা ফেরে। তৃতীয় গোলটি আসে সুরেশের আত্মঘাতী গোলে। তারই মাঝে লালকার্ড (Red Card) দেখেন পাঞ্জাবের খাইমিন থংলুংডিম। আর ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন ডেভিড।