কোচবিহারে উদ্ধার দুটো বিরল প্রজাতির প্রাণী
HnExpress ১৭ই ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : কোচবিহার শহরের গান্ধী কলোনী সংলগ্ন এলাকায় রবিবার সকালেই একটি বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে যে, সকাল সকাল একটি নয়, দুটো বিরল প্রজাতির প্রাণীকে দেখতে পেয়ে উদ্ধার করে গান্ধী কলোনী এলাকার লোকজনেরা। কিন্তু সেই প্রাণী দুটোকে কেউ ঠিক চিনতে না পারায়, তারা বনদপ্তরকে খবর দেয়।
তারপর বনদপ্তর এর লোকজন এসে ওই প্রাণী দুটোকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু অদ্ভুত ভাবে বনদপ্তরের লোকজনরাও ওই প্রাণী দুটোকে চিনতে পারে না। এবং ঠিক কোন প্রজাতির প্রাণী সে বিষয়েও কিছুই বলতে পারে না। এরপর এই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা যায়, এবং এই অদ্ভুত প্রাণী দুটোর ব্যাপারে বিভিন্ন রকমের জল্পনা ছড়াতে শুরু করে সারা এলাকা জুড়ে।