কোচবিহার বাংলাদেশ সীমান্তে আচমকাই বিএসএফের গুলিতে আহত হলো ২ জন

0

HnExpress ২০শে ফেব্রুয়ারী, নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : বিএসএফের গুলিতে আচমকাই আক্রান্ত হয়ে আহত হলো ২জন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের কৃষ্ণপুর এলাকায়। আহত আলিমান বিবি (৩৫) ও তার স্বামী জোহর আলী শেখ (৪০) বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জোহর আলী শেখের অভিযোগ, এদিন কৃষ্ণপুর সীমান্তের কাঁটা তারের ভিতর তাদের জমিতে তারা সকালবেলা বিএসএফের কাছে নিজেদের পরিচয় পত্র জমা রেখে রোয়া গাড়তে যান। আর দুপুরবেলা যখন তারা সেখানে বসেই ভাত খাচ্ছিলেন ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় এসে এক বিএসএফের জওয়ান তাদের উপর গুলি চালায় বলে অভিযোগ।

সেই গুলিতে আহত হয়েছেন আলিমান বিবি ও সে নিজেই। গুলি লাগার পরও গুরুতর আঘাত নিয়ে তাঁরা সেখানে পড়ে থাকলে, সেখান থেকে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার পর ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়ে। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply