November 12, 2024

মালদার চাচল থানার জালাল পুর এলাকা থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ আজ রবিবার মালদার চাচল থানার জালাল পুর এলাকা থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সুত্রের খবর, জালাল পুর এলাকার একটি বাগান থেকে ব্যাগ ভর্তি দশটি বোমা উদ্ধার হয়। রামপুরহাট কান্ডের পর সবত্রই সদা সতর্ক পুলিশ প্রশাসন।

এই বোমা গুলি কে বা কারা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছেন চাচল থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কয়ারকে। বোম স্কয়ার থেকে অভিজ্ঞ টিম পৌঁছায় ঘটনাস্থলে। তারপরেই ফাঁকা জায়গায় বোমা গুলিকে নিস্ক্রিয় করে বোম স্কোয়ার টিম।



Advertisements

Leave a Reply